Robbie Fowler

ভারতে পা রাখলেন লাল হলুদের নয়া কোচ ফাওলার, আজই যাচ্ছেন গোয়া

ইস্টবেঙ্গল আজ পৌঁছনোর পর তাঁদের থাকতে হবে সুরক্ষা বলয়ের মধ্যে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২০ ১২:০৫
Share:

রবি ফাওলার। ছবি: রয়টার্স।

ভারতে এসে গেলেন ইস্টবেঙ্গল কোচ রবি ফাওলার। শুক্রবার মুম্বই বিমানবন্দরে পা রাখলেন তিনি। সঙ্গে রয়েছেন তাঁর কোচিং স্টাফেরাও। দুপুরে তাঁরা রওনা দেবেন গোয়ার উদ্দেশে। ইস্টবেঙ্গলের দেশীয় খেলোয়াড়রাও এ দিনই গোয়া পৌঁছবেন। গোলকিপার কোচ রবার্ট মিমস এখনও আসেননি। তিনি ৩০ অক্টোবর যোগ দিতে পারেন দলের সঙ্গে।

Advertisement

গোয়াতেই হবে এ বারের আইএসএল। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে এটিকে-মোহনবাগান। তারা প্র্যাকটিসও শুরু করে দিয়েছে। ইস্টবেঙ্গল আজ পৌঁছনোর পর তাঁদের থাকতে হবে সুরক্ষা বলয়ের মধ্যে। কোভিড১৯ সংক্রান্ত যাবতীয় নিয়ম কঠোর ভাবে মেনে চলা হবে বলে জানিয়েছেন ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ।

নতুন ফুটবলারদের মধ্যে রক্ষণভাগের খেলোয়াড় স্কট নেভিলের নাম ইতিমধ্যেই জানিয়েছে লাল-হলুদ শিবির। ইস্টবেঙ্গল সমর্থকরা এখন অপেক্ষায় আর কোন নামী ফুটবলারকে দেখা যেতে পারে তাঁদের প্রিয় লাল-হলুদ জার্সিতে।

Advertisement

আরও পড়ুন: দুরন্ত জয় ফ্রান্সের, হার ইংল্যান্ডের

আরও পড়ুন: প্রত্যাবর্তনের ম্যাচে নেমে গেল বোঝালেন তিনিই ‘বস’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement