—ফাইল চিত্র।
দার্জিলিং গোল্ড কাপে খেলবে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মহমেডান। তেত্রিশ বছর পর শৈল শহরে ফের হচ্ছে এই প্রতিযোগিতা। দার্জিলিং, শিলিগুড়ি, মংপু মিলিয়ে মোট ছয়টি মাঠে খেলা হবে। মোহনবাগান দল পাঠাচ্ছে না। তাদেরও যুব দল পাঠাতে অনুরোধ করেছিলেন সংগঠকরা। তবে ষোলো দলের এই টুর্নামেন্টে এরিয়ান, রেনবো, কাস্টমস, ভবানীপুর, বিএসএস, কালীঘাট এম এস-সহ কলকাতা প্রিমিয়ার লিগের মোট আটটি দল অংশ নিচ্ছে।
প্রতিযোগিতা শুরু হবে ৯ ডিসেম্বের। ফাইনাল ২৩ ডিসেম্বর। আই লিগ থাকায় ইস্টবেঙ্গল তাদের রিজার্ভ দল খেলালেও মহমেডান পুরো শক্তি নিয়ে নামবে। দুই প্রধান খেলবে কোয়ার্টার ফাইনাল পর্যায় থেকে।
রবিবার শিলিগুড়িতে সূচি প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, পুরস্কার অর্থ দেওয়া হবে চ্যাম্পিয়ন ও রানার্সদের। আই এফ এ সূত্রের খবর, কলকাতা লিগের মতো তিন জন বিদেশি নিয়ে খেলতে পারবে সব দলই।