East Bengal

East Bengal: ইস্টবেঙ্গলের ঝামেলায় নাক গলাতে রাজি নয় এআইএফএফ

বিনিয়োগকারী সঙ্গে চুক্তি নিয়ে বুধবার বিক্ষোভে শামিল হন ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ। হাতাহাতি গড়ায় মারপিটে। বাধ্য হয়ে লাঠিচার্জ করে পুলিশ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ জুলাই ২০২১ ১৬:৩৬
Share:

ইস্টবেঙ্গল তাঁবুতে বিক্ষোভ নিজস্ব চিত্র

ইস্টবেঙ্গলের চুক্তিপত্র বিতর্কে মাথা গলাবে না সর্বভারতীয় ফুটবল সংস্থা (এআইএফএফ)। নাক গলাতে রাজি নয় আইএফএ-ও। সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে পরিষ্কার জানিয়ে দিলেন এআইএফএফ সচিব কুশল দাস।

Advertisement

চুক্তি নিয়ে বুধবার বিক্ষোভে শামিল হন ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ। হাতাহাতি গড়ায় মারপিটে। বাধ্য হয়ে লাঠিচার্জ করে পুলিশ। গ্রেফতার হন সমর্থকদের একাংশ।

তার প্রেক্ষিতেই সংবাদ সংস্থাকে কুশল বলেছেন, “হ্যাঁ, সমর্থকদের ঝামেলার ব্যাপারে শুনেছি। যা হয়েছে একেবারেই ভাল হয়নি। তবে এআইএফএফ বা আইএফএ এই ঘটনায় কোনও ভাবেই নাক গলাবে না। এখানে মধ্যস্থতাকারী হিসেবে কারওর আসার অধিকার নেই।”

Advertisement

বিবাদী দুই গোষ্ঠীর তর্কাতর্কি। নিজস্ব চিত্র

শ্রী সিমেন্ট অবশ্য নিজেদের অবস্থান থেকে মোটেই সরতে রাজি নয়। সংস্থার এক প্রতিনিধি বলেছেন, “প্রথম দিন থেকে আমরা একই কথা বলে আসছি। টার্মশিটে আগে সই করতে হবে, তারপরে বাকি আলোচনা। ইস্টবেঙ্গলকে সাহায্য করার জন্য সমস্তরকম চেষ্টা করছি আমরা। প্রথম মরসুমে ৫৪ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে ক্লাবের সম্মানরক্ষার কথা ভেবে। কিন্তু এই মুহূর্তে, চুক্তিতে সই সব থেকে গুরুত্বপূর্ণ।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement