Cricket

করোনা সতর্কতায় গান ধরলেন ব্রাভো

করোনার থাবায় বেসামাল প্রায় গোটা বিশ্ব। স্তব্ধ হয়ে গিয়েছে জনজীবন। গৃহবন্দি বহু মানুষ। খেলাধুলোর একের পর এক ইভেন্ট স্থগিত করে দেওয়া হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৮ মার্চ ২০২০ ১৪:৫০
Share:

গানের মাধ্যমে সতর্কতা অবলম্বনের বার্তা দিলেন ব্রাভো। —ফাইল চিত্র।

মারণ করোনাভাইরাসে আক্রান্ত বিশ্বের একের পর এক দেশ। এই সঙ্কটের পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ডোয়েন ব্রাভো গানের মাধ্যমে করোনার বিরুদ্ধে সতর্কতা অবলম্বনের বার্তা দিয়েছেন। ‘উই নট গিভিং আপ’ গানে করোনায় আক্রান্ত দেশগুলোর জন্য প্রার্থনাও করেছেন ব্রাভো।

Advertisement

করোনার থাবায় বেসামাল প্রায় গোটা বিশ্ব। স্তব্ধ হয়ে গিয়েছে জনজীবন। গৃহবন্দি বহু মানুষ। খেলাধুলোর একের পর এক ইভেন্ট স্থগিত করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ক্রীড়াবিদরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কেউ আর্থিক সাহায্য করেছেন।

কেউ ভিডিয়ো বার্তায় বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছেন। এই পরিস্থিতিতে ব্র্যাভো গানে গানে সবার জন্য বার্তা দিয়েছেন। ব্রাভোর আগে নিউজিল্যান্ডের ক্রিকেটার ইশ সোধি গানের মাধ্যমে আইসোলেশনে থাকার অভিজ্ঞতা তুলে ধরেছিলেন।

Advertisement

আরও পড়ুন: ‘জুনিয়র মাইক টাইসন’-এর সঙ্গে পরিচয় করালেন ধওয়ন

ব্রাভো অবশ্য এর আগেও গান গেয়েছিলেন। তাঁর ‘চ্যাম্পিয়ন’ গানটি সাড়া ফেলে দিয়েছিল। এ বার কঠিন পরিস্থিতিতে গোটা বিশ্বের জন্য গানে গানেই বার্তা দিলেন ক্যারিবিয়ান ক্রিকেটার।

🎶 It's time to come together, and let them know everybody in the world is a fighter, we not giving up, we not giving up 🎶 @djbravo47's here to lift our spirits in these difficult times with a new song 🙏

A post shared by ESPNcricinfo (@espncricinfo) on

আরও পড়ুন: বুমরা এখন মালি! ছবি পোস্ট করলেন টুইটারে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement