Dwayne Bravo

‘চেন্নাইতে খেললে ক্রিকেটারের কেরিয়ার জীবন্ত হয়ে ওঠে’

সিএসকে-তে বিভিন্ন সময়ে খেলেছেন তারকা ক্রিকেটাররা। নিজেদের দেশকেও তাঁরা নেতৃত্ব দিয়েছেন। কিন্তু ধোনি যেন সবার থেকে আলাদা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ মে ২০২০ ১৭:৪৯
Share:

ধোনির নেতৃত্বে ২০১১ সাল থেকে চেন্নাই সুপার কিংসে খেলছেন ব্র্যাভো। ছবি: পিটিআই।

চেন্নাই সুপার কিংস (সিএসকে)-তে এলে এক জন ক্রিকেটারের কেরিয়ার আবার জীবন্ত হয়ে ওঠে। তাঁর কেরিয়ার গ্রাফ ভাল হতে থাকে আগের থেকেও। সিএসকে-র ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়েন ব্রাভোর দাবি এমনটাই। এক জন ক্রিকেটারের এই বাড়বাড়ন্তের পিছনে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনিই সিএসকে-র সাজঘরের পরিবেশ এমন করে দেন যার ফলে সবাই নিজের সেরাটা দিয়ে থাকেন। ধোনির নেতৃত্বে ব্রাভো খেলছেন সেই ২০১১ সাল থেকে।

Advertisement

সিএসকে-তে বিভিন্ন সময়ে খেলেছেন তারকা ক্রিকেটাররা। নিজেদের দেশকেও তাঁরা নেতৃত্ব দিয়েছেন। কিন্তু ধোনি যেন সবার থেকে আলাদা। ডোয়েন ব্রাভো বলছেন, ‘‘সিএসকে দলে ফ্যাফ দু প্লেসি, আমি, ব্রেন্ডন ম্যাকালাম, মাইক হাসি খেলেছে। কিন্তু ধোনি সবার থেকে নিজেকে আলাদা করে রেখেছে। ধোনি সবাইকেই বলে থাকে, তোমরা ভাল বলেই এখানে এসেছ। কারও কাছে নিজেদের আর প্রমাণ দেওয়ার দরকার নেই।’’

আরও পড়ুন: হার্দিককে নিয়ে কী চিন্তাভাবনা? বিজয় শঙ্কর বললেন...​

Advertisement

আরও পড়ুন: বিশ্বকাপের উইন্ডোতে আইপিএল! তীব্র সমালোচনায় বর্ডার

আইপিএল-এ ধোনির দলের জার্সি পরলেই সংশ্লিষ্ট ক্রিকেটারের কেরিয়ার বদলে যায়। ব্রাভো বলছেন, ‘‘সিএসকে-তে এলেই এক জন ক্রিকেটারের কেরিয়ার জীবন ফিরে পায়। শেন ওয়াটসন, অম্বাতি রায়ুডুর কথাই ধরা যাক না। প্রত্যেকের কেরিয়ার গ্রাফ আগের থেকেও ভাল হয়েছে।’’ আর প্রতিটি ক্রিকেটারের কেরিয়ার গ্রাফ ভাল হওয়ার পিছনে রয়েছেন এমএস। ব্রাভোর মতে, ধোনি কারও উপরে চাপ প্রয়োগ করেন না। তাঁর দরজা সব সময়ে সবার জন্য খোলা। নিজের সুপারস্টার ভাবমূর্তি দূরে সরিয়ে মাঠে নামেন। সেই কারণেই সিএসকে-র সাজ ঘর সবার এত পছন্দের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement