হাড্ডাহাড্ডি: বিপক্ষকে এ ভাবেই আটকে দিলেন ভিকি। নিজস্ব চিত্র
রিয়াল কাশ্মীর ০ • এফসি গোয়া ০
জয়ের হ্যাটট্রিকের স্বপ্ন অধরা থাকলেও ডুরান্ড কাপের শেষ চারে পৌঁছে গেল রিয়াল কাশ্মীর। শনিবার কল্যাণী স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিল গোয়া। কারণ, গোলপার্থক্য পিছিয়ে থাকায় এ দিন জিততেই হত আইএসএলের দলকে। কাশ্মীরের ড্র করলেই চলত। প্রবল বৃষ্টিতে ভারী মাঠে কোনও ঝুঁকিই নেননি দানিশ ফারুখেরা।
কাশ্মীরে শিবিরে শনিবার উৎসবের আবহ। একে তো সেমিফাইনালে উঠেছে দল। তার উপরে শ্রীনগরের পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই ভাল। ম্যাচের পরেই দানিশেরা পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলেছেন। দলের অন্যতম কর্ণধার সন্দীপ ছাট্টু বলছিলেন, ‘‘শ্রীনগরে ল্যান্ড লাইন পরিসেবা চালু হয়ে গিয়েছে। মোবাইল ফোনে যোগাযোগের ক্ষেত্রে সমস্যা এখনও পুরোপুরি দূর হয়নি। ম্যাচের পরে সবাই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পেয়েছে।’’
সেমিফাইনালে কাশ্মীরের প্রতিপক্ষ মোহনবাগান। শুক্রবার ম্যাচের পরেই প্রতিপক্ষকে নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন কোচ ডেভিড রবার্টসন। কারণ, সেমিফাইনাল খেলতে হবে যুবভারতীতে। আজ, রবিবার কলকাতায় চলে আসছে দল।
ডুরান্ড কাপে শনিবার জামশেদপুর এফসি-র সঙ্গে ড্র করল বেঙ্গালুরু এফসি-ও। যুবভারতীতে ম্যাচের ফল ৩-৩। হাওড়া স্টেডিয়ামে চেন্নাইয়িন এফসি ১-০ হারাল ট্রাউ এফসিকে।