Sourav Ganguly

সৌরভের বিজ্ঞাপন করা নিয়ে কোনও আপত্তি নেই ‘ড্রিম ইলেভেন’-এর

যেখানে ‘ড্রিম ইলেভেন’ আইপিএলের মূল স্পনসর, সেখানে বিসিসিআই সভাপতি হয়ে সৌরভ তার বিরোধী সংস্থা ‘মাই১১সার্কল’-এর হয়ে কী করে বিজ্ঞাপন করেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০ ০২:০৮
Share:

—ফাইল চিত্র।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্বার্থের সংঘাত নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু ‘ড্রিম ইলেভেন’ জানিয়ে দিল, তারা এ ব্যাপারটা নিয়ে ভাবছেই না।

Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ডের একটা অংশ মনে করছে, যেখানে ‘ড্রিম ইলেভেন’ আইপিএলের মূল স্পনসর, সেখানে বিসিসিআই সভাপতি হয়ে সৌরভ তার বিরোধী সংস্থা ‘মাই১১সার্কল’-এর হয়ে কী করে বিজ্ঞাপন করেন।

কিন্তু খোদ ‘ড্রিম ইলেভেন’ জানিয়ে দিয়েছে, তাদের বিরোধী সংস্থার হয়ে সৌরভ প্রচার করলেও তাদের কোনও মাথাব্যথা নেই। সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা এবং সিইও হর্ষ জৈন বলেছেন, ‘‘সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিগত বিজ্ঞাপন করা নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। এটা ভারতীয় ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ বিষয়। এটা নিয়ে আমাদের কিছু বলার নেই।’’

Advertisement

আরও খবর: করোনা বিধি পরিবর্তন হয়েছে, জানতেন না রায়না

আরও খবর: কোভিডের মোকাবিলায় অলিম্পিক্সে বরাদ্দ ৯০ কোটি ডলার

জেএসডব্লিউ গ্রুপের বিজ্ঞাপন করা নিয়েও সৌরভের সমালোচনা হচ্ছে। কারন, তারা আইপিএলের ফ্র্যানচাইজি দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিক। কিন্তু জানা গেছে, বোর্ড সভাপতি হওয়ার পরেই স্বার্থের স‌ংঘাতের কথা মাথা। রেখে জেএসডব্লিউ গ্রুপের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন সৌরভ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement