Sports News

বেঁচে থাকলে হয়তো ভারতে দেখা যেত চাপেকোয়েনস কোচকে

বেটোর কাছে খবরটা এসেছিল ভোর বেলায়। তখনও ঘুমটা ভাঙেনি ঠিক মতো। চমকটা যেন কিছুতেই কাটছিল না। ভাবছিলেন সত্যি শুনছেন না দুঃস্বপ্ন দেখছেন। কিন্তু সম্বিত ফিরতেই ছবিটা পরিষ্কার হয়ে গেল। ব্রাজিল থেকে সেই কবে ভারতে এসেছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৬ ১৫:৩৯
Share:

চাপেকোয়েনস কোচ কায়রো জুনিয়ার।ছবি: সংগৃহীত।

বেটোর কাছে খবরটা এসেছিল ভোর বেলায়। তখনও ঘুমটা ভাঙেনি ঠিক মতো। চমকটা যেন কিছুতেই কাটছিল না। ভাবছিলেন সত্যি শুনছেন না দুঃস্বপ্ন দেখছেন। কিন্তু সম্বিত ফিরতেই ছবিটা পরিষ্কার হয়ে গেল। ব্রাজিল থেকে সেই কবে ভারতে এসেছিলেন। ডেম্পোর হাত ধরে প্রায় ভারতীয় হয়ে গিয়েছেন হোসে র‌্যামিরেজ ব্যারেটোর মতই। সেই রবার্টো মেডেস সিলভা (বেটো) ভেবেছিলেন চাপেকোয়েনস কোচ কায়রো জুনিয়রকে ভারতে নিয়ে আসবেন। ২৯ নভেম্বর কলম্বিয়া বিমান দুর্ঘটনায় চাপেকোয়েনস দলের সঙ্গে মৃত্যু হয়েছে কোচেরও।

Advertisement

গত কয়েক বছর ধরে দুবাইয়ে স্পোর্টস সংস্থা চালান বেটো। তখন থেকেই কায়রো জুনিয়রের সঙ্গে যোগাযোগ। বেটো বলেন, ‘‘আমি ভাবতে পারছি না জুনিয়র নেই। আমি ছোটবেলায় ব্রাজিলে ওর কোচিংয়ে খেলেছি। তার থেকেও বড় কথা ওর সঙ্গে গত বছরের শেষেও আমার কথা হয়েছে। ও দুবাইয়ে কোচিং করাচ্ছিল। আর আমি ঘন ঘন দুবাই যাই আমার ব্যবসার কাজে। যে কারণে যখনই দুবাই যেতাম ওর সঙ্গে দেখা হত আড্ডা হত।’’ এখনও বিশ্বাস হচ্ছিল না বেটোর। এর পর যখন দুবাই যাবেন আর কায়রো জুনিয়রের সঙ্গে দেখা হবে না। ফোন নম্বরটা রয়ে গিয়েছে তাঁর ফোনে। কিন্তু সেই ফোন আর কেউ তুলবে না। একটু থেমে বেটো আবার বলেন, ‘‘আমার মনে পড়ছে ওর কাছে জানতে চেয়েছিলাম ও আইএসএল-এ কোচিং করানোর পরিকল্পনা আছে কি না। ও বলেছিল, ও অনিচ্ছুক নয়। আজকে ওর সেই কথাগুলো খুব মনে পড়ছে।’’

আরও খবর

Advertisement

সেই বিমান! ১৮ মিনিটের জন্য প্রাণে বেঁচেছিলেন মেসিরা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement