Virat Kohli

Virat Kohli: এ বারের টি২০ বিশ্বকাপ বিরাট কোহলীর প্রাপ্য, বলছেন হতাশ প্রাক্তন জাতীয় নির্বাচক

কোহলী অধিনায়কত্ব ছাড়ায় হতাশ বেঙ্গসরকার। তিনি মনে করেন এ বারের টি২০ বিশ্বকাপ কোহলীর প্রাপ্য।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২১ ১৪:২৮
Share:

বিশ্বকাপেই শেষ বার টি২০ অধিনায়ক হিসেবে দেখা যাবে বিরাট কোহলীকে। —ফাইল চিত্র

এ বারের বিশ্বকাপেই শেষ বার টি২০ অধিনায়ক হিসেবে দেখা যাবে বিরাট কোহলীকে। হতাশ দিলীপ বেঙ্গসরকার মনে করেন এ বারের টি২০ বিশ্বকাপ কোহলীর প্রাপ্য।

এক সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন জাতীয় নির্বাচক বলেন, “আমি মনে করি কোহলী দুর্দান্ত ক্রিকেটার এবং অসাধারণ অধিনায়ক। ওর নেতৃত্বে প্রচুর ম্যাচ জিতেছে ভারত। তবে টি২০ অধিনায়ক হিসেবে আইপিএল জিততে পারেনি এক বারও। সেটাই ওর মাথায় ঘুরছিল হয়তো। কোহলী টেস্ট ক্রিকেটে নজর দিতে চায়। ভারতের জন্য সেটাই খুব দরকার। এ বারের বিশ্বকাপ কোহলীর প্রাপ্য। ভারতীয় ক্রিকেটের জন্য ও দারুণ পরিশ্রম করেছে। শেষ বেলায় মাথা উঁচু করে অধিনায়কত্ব ছাড়ুক ও।”

Advertisement

কোহলী অধিনায়কত্ব ছাড়ায় হতাশ বেঙ্গসরকার। তিনি বলেন, “খুবই দুঃখের এটা। টি২০ ক্রিকেটে জয় কখনোই নিশ্চিত নয়। ২০০৭ সালে কেউ ভাবেনি আমরা বিশ্বকাপ জিতব। যে কেউ জিততে পারে। কোহলী বিশ্বমানের ক্রিকেটার, ও হৃদয় দিয়ে খেলে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement