Diego Maradona

হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না মারাদোনা

হাসপাতালে আরও কিছু দিনের জন্য থেকে যেতে রাজি হলেও বৃহস্পতিবার কিন্তু ছিয়াশির বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক ডাক্তারদের বলেন, তিনি বাড়ি যেতে চান। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২০ ০৩:১৪
Share:

ছবি রয়টার্স।

মস্তিষ্কে অস্ত্রোপচারের পরে দিয়েগো মারাদোনা দ্রুত সুস্থ হচ্ছেন বলেই জানা গিয়েছিল। এমনকি শুক্রবারের মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলেও জানিয়েছিলে তাঁর ব্যক্তিগত ডাক্তার। পরিস্থিতি দ্রুত বদলে গেল। জটিলতা তৈরি হওয়ায় তাঁকে আরও কিছু দিন বুয়েনস আইরেসের ক্লিনিকে থাকতে হতে পারে বলে জানিয়ে দিলেন কিংবদন্তি ফুটবলারের ব্যক্তিগত চিকিৎসক লিয়োপোল্দো লুকে।

Advertisement

তিনি বলেছেন, ‘‘অস্ত্রোপচারের পরে দিয়েগোর বেশ কয়েক বার মাথা ঘুরে গিয়েছে।’’ এমন প্রতিক্রিয়ার সঙ্গে তাঁর মাদকাসক্তির সম্পর্ক থাকতে পারে বলে মনে করা হচ্ছে। মারাদোনার ঘনিষ্ঠ কয়েক জনের বক্তব্য, কিংবদন্তি ফুটবলারের মদ্যপানের আসক্তি রয়েছে। সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিরাট কিছু উদ্বেগ প্রকাশ করেননি মারাদোনার চিকিৎসক লুকে। উল্টে তিনি বলেছেন, ‘‘দিয়েগো চিকিৎসকদের পরামর্শ মেনেই চলবে। আরও কিছু দিন হাসপাতালে থাকার ব্যাপারে রাজিও হয়েছে। এমনিতে ও কিন্তু বেশ ভালই আছে। সিটি স্ক্যানের রিপোর্টও ভাল। আর সেটা দেখে আমরা তো আনন্দে নাচছিলাম!’’ প্রসঙ্গত হাসপাতালে আরও কিছু দিনের জন্য থেকে যেতে রাজি হলেও বৃহস্পতিবার কিন্তু ছিয়াশির বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক ডাক্তারদের বলেন, তিনি বাড়ি যেতে চান।

শেষ চারে নাদাল: প্যারিস মাস্টার্সের সেমিফাইনালে উঠলেন রাফায়েল নাদাল। শুক্রবার তিনি ৪-৬, ৭-৫, ৬-১ হারান সতীর্থ পাবলো ক্যারেনো বুস্তাকে। মাস্টার্স ১০০০ পর্যায়ের প্রতিযোগিতায় এই নিয়ে ৩৮৯তম জয় পেলেন স্প্যানিশ তারকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement