পোপের সঙ্গে মারাদোনা। ছবি: সোশ্যাল মিডিয়া
প্রয়াত দিয়েগো মারাদোনা মাঠে শুধু একজন চ্যাম্পিয়ন নন, কবিও ছিলেন। পুরনো স্মৃতি হাতড়ে বললেন পোপ ফ্র্যান্সিস। সারা বিশ্বে অনেকের কাছে ভালবাসার নাম ছিল মারাদোনা। পোপও তার ব্যতিক্রম নন।
১৯৮৬ সালে আর্জেন্টিনা বনাম পশ্চিম জার্মানির খেলার কথা মনে পড়ে পোপের। তিনি তখন ফ্রাঙ্কফুর্টে পড়াশোনা করছেন। পোপ বলেন, “২০১৪ সালে আমার সঙ্গে দেখা হয় মারাদোনার। আমার স্পষ্ট মনে আছে ও সেদিন কী কী করেছিল। মাঠে ও শুধু চ্যাম্পিয়ন নয়, যেন একজন কবি। যে অনেক মানুষকে আনন্দ দেয়।” তিনি আরও বলেন, “১৯৮৬-র বিশ্বকাপ মারাদোনা এনে দিয়েছিল আর্জেন্টিনাকে। সেই স্মৃতি আজও মনে পড়ে। ফাইনাল দেখতে পারিনি। পরের দিন ব্ল্যাক বোর্ডে এক জাপানি ছাত্র লেখে দীর্ঘজীবী হোক আর্জেন্টিনা। সেই থেকেই আমি জানতে পারি বিশ্বকাপ জেতার কথা।”
পোপ নিজেও ফুটবল পছন্দ করেন। তিনি মারাদোনার মৃত্যুর খবর পেয়ে প্রার্থনা করেছেন বলে জানিয়েছেন। মারাদোনার পরিবারের জন্য তিনি একটি চিঠি-সহ জপমালা পাঠিয়েছিলেন।
আরও পড়ুন: মোহনবাগান-ইস্টবেঙ্গল আইএসএলের ফিরতি ডার্বি ম্যাচ ১৯ ফেব্রুয়ারি
আরও পড়ুন: সিটির ৫ ফুটবলার করোনা সংক্রমিত, চেলসি তৈরি ঘরের মাঠে