Ravi Shastri

ওয়ান ডে-তে বিদায়ের পথে ধোনি, ইঙ্গিত শাস্ত্রীর

চার দিনের টেস্টের প্রস্তাবকেও তুলোধনা করেছেন শাস্ত্রী। বলেছেন, ‘‘নির্বোধের মতো প্রস্তাব এটা। এর পর ওরা সীমিত ওভারের টেস্ট আনতে চাইবে। পাঁচ দিনের টেস্টে হাত দেওয়ার কোনও দরকারই নেই।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২০ ০৩:৩৯
Share:

জল্পনা: ধোনি কি শেষ ওয়ান ডে খেলে ফেলেছেন? উঠছে প্রশ্ন। ফাইল চিত্র

মহেন্দ্র সিংহ ধোনি হয়তো দ্রুতই তাঁর ওয়ান ডে কেরিয়ার শেষ করতে পারেন। বৃহস্পতিবার এমন ইঙ্গিত দিয়েছেন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী।

Advertisement

ক্রিকেট মহলে অবশ্য জল্পনা চলছে, ইংল্যান্ডে বিশ্বকাপ সেমিফাইনালই হয়ে থাকতে পারে পঞ্চাশ ওভারের ক্রিকেটে প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়কের বিদায়ী ম্যাচ। একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রী বলেছেন, ‘‘এম এসের সঙ্গে আমার যতটুকু কথা হয়েছে, খুব দ্রুতই ওয়ান ডে ক্রিকেট থেকে সরে দাঁড়াতে পারে ও। ও টেস্ট কেরিয়ার শেষ করে ফেলেছে, ওয়ান ডে খেলাও বন্ধ করে দিতে পারে খুব শীঘ্রই। খুব সম্ভবত, ওয়ান ডে ক্রিকেট জীবন শেষ করার দিকেই এগোচ্ছে ও।’’ যোগ করছেন, ‘‘সকলে নিশ্চয়ই এই ব্যাপারটাকে শ্রদ্ধা করবে যে, একটানা বহুদিন ধরে খেলে চলেছে এম এস।’’

এর মানে এই নয় যে, ধোনি পুরোপুরি ক্রিকেটকেই বিদায় জানাতে চলেছেন। শাস্ত্রীর কথায়, ‘‘এই বয়সে এম এস শুধু টি-টোয়েন্টি খেলে যেতে চাইবে। তবে ওকে আবার খেলা শুরু করতে হবে। আমার মনে হয়, আইপিএলে খেলা শুরু করবে ও। তার পরেই বুঝতে পারবে ওর শরীর ঠিক কোন জায়গায় রয়েছে।’’ কয়েক দিন আগে আনন্দবাজারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারেও শাস্ত্রী বলেছিলেন, আইপিএলে খেলার পরেই ধোনির ভবিষ্যৎ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

Advertisement

তবে পঞ্চাশ ওভারের ক্রিকেটে ধোনি তাঁর শেষ ম্যাচ খেলে ফেলেছেন বলেই তাঁর ঘনিষ্ঠমহলে অনেকের বিশ্বাস। রাঁচীতে গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচের পরে নিজের বাড়িতে পুরো দলকে নৈশভোজে ডেকেছিলেন ধোনি। ওই ম্যাচের পরে সিরিজের বাকি দু’টি ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। সেই সময়ে তাঁর ঘনিষ্ঠমহল থেকে আনন্দবাজার জেনেছিল, দেশের মাঠে নিজের শহরে শেষ ম্যাচ খেলবেন বলেই সিরিজের বাকি দু’টি ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। গোটা দলকে নৈশভোজে আমন্ত্রণ জানানোর মধ্যেও ছিল ‘বিদায়ী পার্টি’র ইঙ্গিত।

ধোনি এর পর বিশ্বকাপে গেলেও ম্যাঞ্চেস্টারে সেমিফাইনালে হারার পরে দেশে ফিরে এসে আর ভারতীয় দলের হয়ে খেলেননি। পুরো ক্রিকেট দুনিয়ায় জোর জল্পনা চলছে, আদৌ আর তাঁকে ভারতের জার্সিতে খেলতে দেখা যাবে কি না। ওয়ান ডে বা টি-টোয়েন্টি, কোনও ধরনের ক্রিকেটেই তিনি এখন নীল জার্সিতে নামছেন না। শাস্ত্রী বলছেন, ৩৮ বছরের ধোনি এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপের দৌড়ে থাকতে পারেন, যদি আইপিএলে খুব ভাল খেলেন তিনি। ‘‘মাত্র একটা ফর্ম্যাটই পড়ে থাকছে ওর জন্য। ও নিশ্চিত ভাবেই আইপিএল খেলবে,’’ বলছেন শাস্ত্রী। যোগ করছেন, ‘‘কখনওই জোর করে নিজেকে ও টিমের উপর চাপিয়ে দেবে না। আইপিএলে অবশ্যই খেলবে, তার পর কেমন খেলছে বুঝে সিদ্ধান্ত নেবে।’’

এখনও পর্যন্ত দেশের জার্সিতে ৩৫০টি ওয়ান ডে, ৯০ টেস্ট এবং ৯৮ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ধোনি। সব মিলিয়ে উইকেটের পিছনে দাঁড়িয়ে তাঁর শিকার সংখ্যা অবিশ্বাস্য ৮২৯! ওয়ান ডে কেরিয়ারে দুরন্ত সব মাইলস্টোন রয়েছে তাঁর নামের পাশে। যার মধ্যে সেরা অবশ্যই ওয়াংখেড়েতে ২০১১-র ২ এপ্রিল শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে ছক্কা মেরে বিশ্বকাপ জেতানো।

চার দিনের টেস্টের প্রস্তাবকেও তুলোধনা করেছেন শাস্ত্রী। বলেছেন, ‘‘নির্বোধের মতো প্রস্তাব এটা। এর পর ওরা সীমিত ওভারের টেস্ট আনতে চাইবে। পাঁচ দিনের টেস্টে হাত দেওয়ার কোনও দরকারই নেই।’’ শাস্ত্রীর পাল্টা প্রস্তাব, ‘‘যদি সত্যিই পাল্টানোর কথা ওঠে, তা হলে সেরা ছ’টি দলকে পাঁচ দিনের টেস্ট খেলতে দেওয়া হোক। নীচের দিকের দলগুলি চার দিনের টেস্ট খেলুক।’’ তাঁর বক্তব্য, ‘‘যদি টেস্ট ক্রিকেটকে রক্ষা করতে হয়, তা হলে সেরা ছয় দলকে নিজেদের মধ্যে আরও বেশি করে খেলতে দিতে হবে।’’ দিনরাতের টেস্ট নিয়ে তাঁর মন্তব্য, ‘‘এখনও এ নিয়ে পরীক্ষা চলছে। আমার এখনও মনে হয়, গোলাপি বলে স্পিনাররা কোনও সুবিধা পায় না। বলটাকে সঠিক ভাবে বাছতে হবে। দিনের বেলায় এক রকম দেখাচ্ছে, রাতের বেলায় আর এক রকম। আমি মনে করি, সেরা ছয় দল বেশি খেললে বেশি লোক মাঠে খেলা দেখতে আসবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement