বাংলাদেশের বিরুদ্ধে ভারতের লক্ষ্য রান রেট

জয় তো চাই। এটা আর নতুন কী? কিন্তু মুহূর্তে সমস্যাটা অন্য। সেমিফাইনালের পথে ভারতের সামনে সব থেকে বড় বাঁধা দলের রান রেট। কিন্তু এই মুহূর্তে সমানে সমানে জিতেও স্বস্তি নেই ভারতের। পাকিস্তান, অস্ট্রেলিয়ার মতোই একটি করে ম্যাচ জিতে ২ পয়েন্ট ভারতের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৬ ১৫:৫৩
Share:

জয় তো চাই। এটা আর নতুন কী? কিন্তু মুহূর্তে সমস্যাটা অন্য। সেমিফাইনালের পথে ভারতের সামনে সব থেকে বড় বাঁধা দলের রান রেট। কিন্তু এই মুহূর্তে সমানে সমানে জিতেও স্বস্তি নেই ভারতের। পাকিস্তান, অস্ট্রেলিয়ার মতোই একটি করে ম্যাচ জিতে ২ পয়েন্ট ভারতের। কিন্তু রান রেটের হিসেবে নেমে যেতে হয়েছে চার নম্বরে। তাই লড়াইটা অনেকটাই কঠিন হয়ে গিয়েছে ধোনিদের জন্য। দেশের মাঠে বিশ্বকাপ দল সেমিফাইনালে যাবে না তাও আবার হয় নাকি। তাই সেমিফাইনালে যেতে দরকার ভাল রান রেট। এখন পয়েন্ট টেবলের হিসেব বলছে পাকিস্তানের রান রেট +০.৯৯৯। অস্ট্রেলিয়ার রান রেট +০১.১০৮। আর ভারত -০.৮৯৫। এখানেই অনেকটা পিছিয়ে পড়েছেন ধোনি, বিরাট কোহলিরা। ধোনি বলেন, ‘‘প্রথম ম্যাচেই আমাদের রান রেট খুব খারাপ ছিল। তাই এই মুহূর্তে আমাদের কাছে শুধু জয় নয় নজর রাখতে হবে রান রেটের দিকেও।’’

Advertisement

বেঙ্গালুরুতে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে তাই ধোনির দাবী রান রেট। দলের ব্যাটসম্যানদের কাছে এমনটাই চেয়েছেন তিনি। বিশেষ করে দলের বিগ হিটার্সদের কাছে ধোনির চাহিদা বাংলাদেশের বিরুদ্ধে যাঁর যাঁর নিজের রান রেট নিয়ে যেতে হবে তুঙ্গে। না হলে ঘরের মাঠে ছিটকে যেতে হবে হোম টিমকে। নিউজিল্যান্ড দুটো ম্যাচই জিতে রয়েছে তালিকার শীর্ষে। আজ মঙ্গলবার নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচের উপর অনেক কিছু নির্ভর করছে। যদি পাকিস্তান আজ জিতে যায় ভারতের চাপ বাড়বেই। আরও কঠিন হয়ে যাবে সেমিফাইনাল। কিন্তু ধোনি মনে করেন ভারত এখনও এই টুর্নামেন্টের ফেভারিট। তিনি বলেন, ‘‘আমি এখনও মনে করি আগামী দুটো ম্যাচে আমরা আরও উন্নতি করব। এখন ওই দুটো ম্যাচই আমাদের গুরুত্বপূর্ণ।’’

বাংলাদেশের সামনেও রয়েছে মরিয়া লড়াই। দুটো ম্যাচই হেরে এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি ব্যাঘ্র বাহিনী। এশিয়া কাপে ভারতের কাছে দুটো ম্যাচ হারলেও ভাল বেগ দিয়েছিলেন মাশরাফিরা। এবারও ভারতের জন্য সহজ হবে না এই ম্যাচ। ফিরেছেন মুস্তাফিজুর। বল হাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাকিবও সফল। ভারতীয় ব্যাটসম্যানদের সাবধান থাকতেই হবে। মাশরাফি বলেই দিয়েছেন, ‘‘দুটো ম্যাচ হেরে গেলেও আমরা লড়াই করব। আমাদের হাতে দুটো ম্যাচ আরও রয়েছে।’’

Advertisement

আরও খবর

আমরা এখন ছন্দে, সাবধান বাংলাদেশ: হুঙ্কার যুবরাজের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement