Football

নিরাপত্তার কারণে পিছিয়ে গেল রবিবারের ডার্বি ম্যাচ

রবিবারের ডার্বির আয়োজক ছিল সবুজ-মেরুন শিবির। বুধবার বিধাননগর কমিশনারেটের ডেপুটি কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছিলেন মোহনবাগান কর্তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯ ১৯:৫২
Share:

ডার্বি মানেই ভরা যুবভারতী। —ফাইল চিত্র।

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে উত্তেজনার আঁচে রবিবারের ডার্বির বল গড়াচ্ছে না যুবভারতী ক্রীড়াঙ্গনে। সূচি পরিবর্তন করে ডার্বি ম্যাচের দিনক্ষণ পরে জানিয়ে দেবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। জানুয়ারি মাসে হয়তো ইস্ট-মোহনের ম্যাচ হবে।

Advertisement

রবিবারের ডার্বির আয়োজক ছিল সবুজ-মেরুন শিবির। বুধবার বিধাননগর কমিশনারেটের ডেপুটি কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছিলেন মোহনবাগান কর্তারা।

পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়, দর্শক সংখ্যা কমিয়ে আনা হলে তবেই ম্যাচ করা সম্ভব হবে। সবুজ-মেরুন কর্তারা ডার্বি ম্যাচ ছোট করে আয়োজন করতে রাজি ছিলেন না। তাঁদের বক্তব্য, ফুটবল প্রেমীরা এই ম্যাচটার দিকেই তাকিয়ে থাকেন। ম্যাচে টিকিট সংখ্যা কমিয়ে দেওয়া হলে দর্শকদেরও বঞ্চিত করা হবে। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে ফেডারেশন রবিবারের ইস্ট-মোহন ম্যাচ পিছিয়ে দেয়।

Advertisement

ডার্বি ম্যাচ পিছিয়ে যাওয়ায় স্বস্তিতে দু’ প্রধানের কোচ। গোকুলমের বিরুদ্ধে ম্যাচে চোট পান কলিনাস। তাঁর পক্ষে ডার্বি ম্যাচে নামা সম্ভব ছিল না। গুরজিন্দর সিংহও কার্ড সমস্যায় খেলতে পারতেন না।

অন্য দিকে ইস্টবেঙ্গল শিবিরের হাইমে কোলাডোর উপরে সাসপেনশনের খাঁড়া নেমে আসায় স্পেনীয় ফুটবলারের পক্ষেও নামা সম্ভব ছিল না ডার্বি ম্যাচে। পরিবর্তিত নতুন সূচিতে দু’ প্রধান পেয়ে যাবে তাদের তারকা ফুটবলারদের। দর্শকরাও আনন্দ পাবেন ডার্বি ম্যাচ দেখে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement