খুদে ভক্তকে রামদিনের উপহার। ছবি— ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পোস্ট থেকে।
মাঠের বাইরে সবার মন জিতে নিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার দীনেশ রামদিন।
ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের বল গড়ানোর ঠিক আগে এক খুদে সমর্থকের হাতে তিনি তুলে দেন ম্যাচের টিকিট ও উপহার। যার পরে সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হচ্ছেন ক্যারিবিয়ান রামদিন।
গ্রিনফিল্ড স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের টিম বাস এসে পৌঁছতেই উপস্থিত দর্শকরা পোলার্ডদের নাম ধরে ডাকাডাকি শুরু করে দেন। বাস থেকে নামতেই রামদিনের দৃষ্টি আকর্ষণ করে চার বছরের একটি মেয়ে। সেই খুদে ভক্ত রামদিনের দিকে তাকিয়ে হাত নাড়ছিল। তার মুখে খেলা করছিল নিষ্পাপ হাসি।
আরও পড়ুন: চরম শাস্তি, বিশ্বের সমস্ত আন্তর্জাতিক খেলার ইভেন্ট থেকে ৪ বছরের জন্য নির্বাসিত রাশিয়া
ছোট্ট ভক্তকে দেখে আর স্থির থাকতে পারেননি রামদিন। এগিয়ে যান তার দিকে। চীর বছরের মেয়েটির হাতে ক্যারিবিয়ান-তারকা তুলে দেন ম্যাচের দু’টি টিকিট। ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে তার হাতে তুলে দেন উপহার।
সেই ছবি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। তার পর থেকেই রামদিন বন্দনায় মেতে উঠেছেন ক্রিকেট-ভক্তরা। তিরুঅনন্তপুরমের দ্বিতীয় টি টোয়েন্টি জিতে সিরিজে সমতা ফিরিয়ে এনেছেন ক্যারিবিয়ানরা। রামদিন জিতে নিয়েছেন সবার হৃদয়।