বলিউডি গানে আপত্তি

আইপিএল ম্যাচের মধ্যে আর বলিউডি গান নয়। নিষেধাজ্ঞা জারি করল দিল্লি হাইকোর্ট। বলা হয়েছে, গায়কদের একটি সংস্থার (ইসরা) অনুমতি ছাড়া বলিউডি ছবির গান বাজানো যাবে না আইপিএল ম্যাচে। অনুমতি নেওয়া ছাড়াও ম্যাচে গান বাজানোর জন্য সংস্থাকে রয়্যালটি দিতে হবে।

Advertisement
নয়াদিল্লি, শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৬ ০৩:১৮
Share:

আইপিএল ম্যাচের মধ্যে আর বলিউডি গান নয়। নিষেধাজ্ঞা জারি করল দিল্লি হাইকোর্ট। বলা হয়েছে, গায়কদের একটি সংস্থার (ইসরা) অনুমতি ছাড়া বলিউডি ছবির গান বাজানো যাবে না আইপিএল ম্যাচে। অনুমতি নেওয়া ছাড়াও ম্যাচে গান বাজানোর জন্য সংস্থাকে রয়্যালটি দিতে হবে। গত বছরই প্রতিটি ফ্র্যঞ্চাইজিকে এই নিয়ে নোটিস পাঠিয়েছিল বলে দাবি করেছে লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, কৈলাশ খের, অলকা যাজ্ঞিকদের ইসরা। চেন্নাই সুপারকিঙ্গস ছাড়া অন্য কোনও ফ্র্যাঞ্চাইজি তাতে কর্ণপাত করেনি। এ বার মরশুম শুরুর আগেই দিল্লি ডেয়ারডেভিলস সেই অনুমতি নিয়েছে ও রয়্যালটির প্রতিশ্রুতি দিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement