ফাইল চিত্র
দিল্লি প্রশাসন ২০৪৮ সালের অলিম্পিক্স আয়োজনের কথা চিন্তা ভাবনা করলেও অরবিন্দ কেজরীবালের এই পদক্ষেপের নিন্দা করল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। মঙ্গলবার দিল্লির বাজেট অধিবেশনে অলিম্পিক্স আয়োজনের কথা জানান রাজ্যের উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসৌদিয়া। তবে পুরোটাই হয়েছে তাঁদের অন্ধকারে রেখে। এমনটাই দাবি করলেন ইন্ডিয়ান অলিম্পক অ্যাসোসিয়েশনের সভাপতি নরেন্দ্র বাত্রা।
সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘এটা দারুণ পদক্ষেপ এ বিষয়ে সন্দেহ নেই। তবে ঘোষণার আগে অরবিন্দ কেজরীবালের উচিত ছিল আইওএ-এর সঙ্গে কথা বলে বিষয়টা জানানো। অলিম্পিক্সে দরপত্র পেশ করার কিছু নিয়ম থাকে। তাছাড়া শুধুমাত্র দিল্লিতে অলিম্পিক্স করা সম্ভব নয়। বেশ কয়েকটি শহর জুড়ে অলিম্পিক্স আয়োজন করতে হয়।’’
তিনি আরও বলেন, ‘‘আমার মতে মোতেরার সর্দার বল্লভ ভাই পটেল স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন ও সমাপ্তি অনুষ্ঠান করার জন্য সেরা জায়গা। তবে ২০৪৮ কেন? তার আগেও ভারতে অলিম্পিক্স হতেই পারে।’’