IPL

প্রাক্তন আইপিএল-জয়ীকে বোলিং কোচ করল দিল্লি ক্যাপিটালস

শেষ দু’ মরসুমে দিল্লির বোলিং কোচ ছিলেন জেমস হোপস।এ বার বদলাল বোলিং কোচ।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২০ ১৯:১৪
Share:

আইপিএলের আগে নতুন বোলিং কোচ ঠিক করল দিল্লি। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ার প্রাক্তন পেস বোলার রায়ান হ্যারিসকে নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ করেছে দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার এ কথা জানিয়েছে তারা। এর আগে কিংস ইলেভেন পঞ্জাবের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন হ্যারিস।

Advertisement

সংযুক্ত আরব আমিরশাহিতে হতে চলা এ বারের টুর্নামেন্টে দিল্লি ক্যাপিটালসের হয়েই কাজ করতে দেখা যাবে তাঁকে। শেষ দু’ মরসুমে দিল্লির বোলিং কোচ ছিলেন জেমস হোপস। কিন্তু এ বার ব্যক্তিগত কারণের জন্য হোপস দিল্লির সঙ্গে আমিরশাহিতে যাচ্ছেন না।

সেই কারণেই হ্যারিসকে নিয়েছে দিল্লি। প্রাক্তন অজি বোলার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আইপিএলে ফিরতে পেরে তিনি আনন্দিত।হ্যারিস নিজেও অবশ্য আইপিএলে খেলেছেন। ৩৭টি ম্যাচ খেলে ৪৫ উইকেট নেন তিনি।

Advertisement

আরও পড়ুন: হোটেল না প্রাসাদ! আমিরশাহিতে ধোনি-কোহালিদের ঠিকানা আপনার চোখ কপালে তুলবে

২০০৯ সালে হ্যারিস ডেকান চার্জার্সের হয়ে খেলেন। সে বার চ্যাম্পিয়ন হয়েছিল ডেকান চার্জার্স। জাতীয় দলের হয়ে ২৭টি টেস্ট ম্যাচ খেলেছেন হ্যারিস। নিয়েছেন ১১৩ টি উইকেট। ১৮টি ওয়ানডেতে তাঁর শিকার ৪৪টি উইকেট। দেশের হয়ে তিনটি টি টোয়েন্টি থেকে ৪টি উইকেট নেন হ্যারিস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement