দিল্লির জয়ের উল্লাস। ছবি: সংগৃহিত।
গোয়া ০
দিল্লি ২ (মার্সেলিনহো, গাডজে)
দলে এক গুচ্ছ পরিবর্তন করেও কোনও লাভ হল না। ঘরের মাঠে আবার হারের মুখ দেখতে হল জিকোকে। এ বার প্রতিপক্ষ দিল্লি। গোয়ার দলে পাঁচটি পরিবর্তন হলে দিল্লিতে চারটি পরিবর্তন করেছিলেন কোচ। লুসিয়ানো সাব্রোসা,সঞ্জয় বালমুচু, রোমিও ফার্নান্ডেজ, মান্দাররাও দেশাই ও রাফায়েল কোয়েলহোকেনিয়ে রবিবার দল নামিয়েছিলেন জিকো। উল্টোদিকে, দিল্লি দলে দেখা গেল চিংলেনসেনা, মার্কোস তেবার, ডোবলাস ও ব্রুনো পেলসারিকে। এই মরসুমে প্রথম খেলতে নামলেন ব্রুনো।
শুরুতেই একটা হাফ চান্স পেয়ে গিয়েছিল গোয়া। এর পর খেলার দখল নিতে শুরু করে দিল্লি। সঞ্জয় বালমুচু সহজ সুযোগ নষ্ট না করলে এগিয়েও যেতে পারত গোয়া। প্রথমার্ধে দু’পক্ষই ঘুরে ফিরে সুযোগ তৈরি করেও গোলের মুখ খুলতে পারেনি। সেই তালিকায় ছিল বেশকিছু সুযোগ নষ্টও। যার খেসারত দিতে হল গোয়াকে হেরে। গোয়া গোলের নিচে বেশ কয়েকবার দলের পতন রোধ করেন গোলকিপার শুভাশিস রায় চৌধুরী। দলে সুযোগ পেয়ে মান্দার, রোমিওরা প্রতি মুহূর্তে নিজেদের উজাড় করে দেওয়ার চেষ্টা করলেও কাজের কাজ কিছু হয়নি।
দ্বিতীয়ার্ধে একটা সময় পেনাল্টিরও দাবি ওঠে গোয়া শিবিরে। হ্যান্ড বল করে ফেলেন তেবার। রেফারি দেননি। কিন্তু দিলে কিছু বলার থাকত না। প্রথম থেকেই রেফারিং নিয়ে রীতিমতো বিরক্ত সব দলের কোচরাই। এদিনের পেনাল্টি না দেওয়াও সেই তালিকায় থাকবে। ৭২ মিনিটে গোলের মুখ খোলেন মার্সেলো লেইতে পেরেরা। ডোবলাস সান্তানার লং বল ধরেই গোল করে যান তিনি। এগিয়ে গিয়ে আত্মবিশ্বাস ফিরে পায় দিল্লি। চার মিনিটের মধ্যেই ব্যবধান বাড়ান রিচার্ড গাডজে। ২-০ গোলে গোয়াকে হারিয়ে নিজেদের জায়গা শক্ত করে নিল দিল্লি। চেন্নাইয়ে নামিয়ে উঠে এল চারে। গোয়া থেকে গেল তালিকার শেষেই।
আরও খবর
পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে হকিতে এশিয়া সেরা হল ভারত