ছবি: পিটিআই
বিশ্বকাপের ফাইনালে উঠলেন ভারতের ৩ মহিলা তীরন্দাজ দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত এবং কমলিকা বারি। স্প্যানিশ দলকে ৬-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলেন তাঁরা। গুয়াতেমালায় আয়োজিত হয় এ বারের তিরন্দাজির বিশ্বকাপ। রবিবার সেখানে ফাইনালে কী সেই দিকেই তাকিয়ে ভারতীয় সমর্থকরা।
ছেলেদের দল যদিও কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছেন। স্প্যানিশ দলের কাছেই হারতে হয়েছে তাঁদের। মিক্সডে যদিও দীপিকা এবং তাঁর স্বামী অতনু দাস পদকের লড়াইয়ে রয়েছেন। ইতিমধ্যেই সেমিফাইনালে চলে গিয়েছেন তাঁরা। এঁরা দু’জনেই একক বিভাগেও পদকের লড়াইয়ে রয়েছেন।
ভারতের সামনে এ বারের বিশ্বকাপ থেকে বেশ কিছু পদক পাওয়া নিশ্চিত। দীপিকা এবং অতনুর হাত ধরেই মূলত এই সাফল্য ভারতের সামনে।