রুপোজয়ী দীপক কুমার। ইন্দোনেশিয়ায় সোমবার। ছবি: পিটিআই।
এশিয়ান গেমসে ভারতকে তৃতীয় পদক এনে দিলেন শুটার দীপক কুমার। সোমবার ইন্দোনেশিয়ায় পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে রুপো জিতলেন তিনি। যা শুটিংয়ে ভারতের দ্বিতীয় পদক।
এ বারের এশিয়ান গেমসে ভারতকে প্রথম পদক এনে দিয়েছিলেন অপূর্বী চান্ডেলা ও রবি কুমার। দু’জনে শুটিংয়ের মিক্সড টিম ইভেন্টে রবিবার ব্রোঞ্জ জিতেছিলেন। রবিবারই পুরুষদের ৬৫ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে এ বারের প্রথম সোনা জেতেন কুস্তিগির বজরং পুনিয়া। আর সোমবার রুপো জিতলেন শুটার দীপক কুমার।
ফাইনালে দীপক ছাড়াও উঠেছিলেন অপূর্বীর সঙ্গে ব্রোঞ্জ জয়ী রবি কুমার। দু’জনেই ছিলেন ছন্দে। কিন্তু, রবি কুমার চতুর্থ হন। দীপক অবশ্য লক্ষ্যে অবিচল থেকে ছিনিয়ে আনেন রুপো। তিনি মারেন ২৪৭.৭। সোনাজয়ী চিনের হাওরান ইয়াং ২৪৯.১ মেরে রেকর্ড গড়েন এশিয়ান গেমসে। চাইনিজ তাইপের শাওচুয়ান লু ব্রোঞ্জ পান ২২৬.৮ মেরে।
আরও পড়ুন: গৌতম গম্ভীর লোকসভা ভোটে বিজেপির প্রার্থী?
আরও পড়ুন: এই সোনার মূল্যই আলাদা, বলছেন বজরং
(অলিম্পিক্স, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস হোক কিংবা ফুটবল বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ - বিশ্ব ক্রীড়ার মেগা ইভেন্টের সব খবর আমাদের খেলা বিভাগে।)