Tim Seifert

নিউজিল্যান্ডকে জেতালেন অভিষেক হওয়া ডাফি এবং সেইফার্ট

নিউজিল্যান্ড ৭ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

অকল্যান্ড শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ২৩:৩৫
Share:

জেকব ডাফি। ছবি: সংগৃহীত।

পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ড জিতল ৫ উইকেটে।

Advertisement

কিউইদের জেতানোর ক্ষেত্রে বড় ভূমিকা এই ম্যাচে অভিষেক হওয়া পেসার জেকব ডাফির। তিনি ৪ উইকেট নেন। পাকিস্তান ২০ ওভারে ৯ উইকেটে ১৫৩ রানের বেশি করতে পারেনি। নিউজিল্যান্ড ৭ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

টস জিতে পাকিস্তান ব্যাট করার সিদ্ধান্ত নেয়। মাত্র ২০ রানে তাদের ৪ উইকেট পড়ে যায়। এর মধ্যে ডাফিরই ৩ উইকেট। নিজের প্রথম ওভারে তিনি ফেরান আবদুল্লা শফিককে (০)। তাঁর দ্বিতীয় ওভারে শেষ দুই বলে পরপর ফেরান মহম্মদ রিজওয়ান (১৭) ও মহম্মদ হাফিজকে (০)। পরের ওভারের প্রথম বলেই হায়দার আলির (০) উইকেট তুলে নেন স্কট কুগেলেইন।

Advertisement

আরও পড়ুন: পূজারাকে ‘স্টিভ’ বলে ডেকে বিতর্কে ওয়ার্ন

পাকিস্তানের হয়ে শাদাব খান (৪২) ও ফাহিম আশরাফ (৩১) কিছুটা লড়াই করেন। আর কেউ ভাল রান পাননি। নিউজিল্যান্ডের ডাফির ৪ উইকেট ছাড়াও কুগেলিনের ৩টি এবং ইশ সোধি ও ব্লেয়ার টিকনারের ১টি করে উইকেট রয়েছে।

আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে টেস্টে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড স্মিথের

রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডকে জেতান টিম সেইফার্ট। তিনি ৪৩ বলে ৫৭ রান করেন। তাঁর ইনিংসে ৬টি চার, ১টি ছয় রয়েছে। পাকিস্তানের বোলারদের মধ্যে হ্যারিস রউফ ৩টি এবং শাহিন আফ্রিদি ২টি উইকেট নেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement