Dean Jones

প্রয়াত ডিন জোন্সকে শ্রদ্ধা জানানো হল মেলবোর্নে

গত সেপ্টেম্বরে মুম্বইয়ে ৫৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন জোন্স।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২০ ১৪:৩৪
Share:

স্টাম্পের গায়ে ডিন জোন্সের ব্যাট। এ ভাবেই শ্রদ্ধা জানানো হল প্রয়াত ক্রিকেটারকে। ছবি টুইটার থেকে নেওয়া।

বক্সিং ডে টেস্টের প্রথম দিন শ্রদ্ধা জানানো হল প্রয়াত ডিন জোন্সকে

Advertisement

মৃত্যুর সাড়ে তিন মাসেরও বেশি সময় পর মেলবোর্নে, নিজের ঘরের মাঠে তাঁকে শ্রদ্ধা জানালেন ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন অ্যালান বর্ডার, প্রয়াত জোন্সের স্ত্রী-কন্যারা।

চা বিরতিতে জোন্সের স্ত্রী জেন, দুই কন্যা অগাস্টা ও ফোয়েবে মেলবোর্ন ক্রিকেট মাঠের মাঝখানে আসেন। সঙ্গে করে নিয়ে যান জোন্সের ব্যাগি গ্রিন টুপি, সানগ্লাস ও কোকাবুরা টুপি। সেগুলো স্টাম্পের গায়ে হেলান দিয়ে রাখা হয়। পরে, দুই দলের দুই দ্বাদশ ব্যক্তি লোকেশ রাহুল ও জেমস প্যাটিনসন সেগুলো নিয়ে এসে বাউন্ডারির কাছাকাছি একটি আসনে রেখে দেন। মাঠে উপস্থিত ৩০ হাজার দর্শকের প্রশংসা কুড়োয় এই উদ্যোগ।

Advertisement

আরও পড়ুন: ১৯৫ রানে শেষ অস্ট্রেলিয়া, জবাবে ময়াঙ্ককে হারিয়ে ভারতের সংগ্রহ ৩৬​

আরও পড়ুন: দৌড়তে সমস্যা হচ্ছে, ওয়ার্নারকে নিয়ে তৃতীয় টেস্টেও থাকছে অনিশ্চয়তা​

গত সেপ্টেম্বরে মুম্বইয়ে ৫৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন জোন্স। তিনি তখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ধারাভাষ্য দিচ্ছিলেন। শেষ মুহূর্তে তাঁর পাশে ছিলেন ব্রেট লি। সেই লি ফক্স স্পোর্টসে বলেন, “অস্ট্রেলিয়া বনাম ভারত ম্যাচ চলাকালীন শ্রদ্ধা জানানো একেবারে ঠিক হয়েছে। ভারতেও জোন্স প্রচুর ভালবাসা পেয়েছেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement