ব্যাট ঘোরাচ্ছেন ওয়ার্নার। ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
করোনাভাইরাসের প্রকোপে থমকে আছে খেলার দুনিয়া। ক্রিকেটাররাও ঘরবন্দি। এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রয়েছেন অনেকে। যেমন দেখা গেল অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ওপেনার ডেভিড ওয়ার্নারকে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার পোস্ট করেছেন এক ভিডিয়ো। যা অবশ্য গত মরসুমের। তাতে দেখা যাচ্ছে তলোয়ারের মতো ব্যাট ঘোরাচ্ছেন ওয়ার্নার। যা তোলা হয়েছে এক বিজ্ঞাপনের শুটিংয়ের ফাঁকে। ডিরেক্টর কাট বলার সঙ্গে সঙ্গে হাসিতে ফেটে পড়েন তিনি। ওয়ার্নার সেই ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, “গত বছরের এক বিজ্ঞাপন ফিরে দেখছি।”
আরও পড়ুন: নেতৃত্বে ইমরান, সর্বকালের সেরা ভারত-পাক সম্মিলিত একাদশে নেই বিরাট!
আরও পড়ুন: ধোনি নয়, উথাপ্পার মতে সেরা অধিনায়ক...
ব্যাট ঘোরানোর এই ভঙ্গি আবার রবীন্দ্র জাডেজার ট্রেডমার্ক। হাফ-সেঞ্চুরি বা সেঞ্চুরি করলে জাডেজাকে এ ভাবেই ব্যাট ঘোরাতে দেখা যায়। জাডেজার তুলনায় তাঁর ব্যাট ঘোরানো কেমন হয়েছে, সেটা আবার ক্রিকেটপ্রেমীদের কাছে জানতে চেয়েছেন ওয়ার্নার।
২০১৮ সালে বল-বিকৃতি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার পর বছর খানেক নির্বাসিত ছিলেন তিনি। তার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এসে ছন্দেই দেখা গিয়েছে তাঁকে। গত বছর টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় সর্বাধিক রান এসেছিল তাঁর ব্যাটে।
A post shared by David Warner (@davidwarner31) on