সেঞ্চুরির লাফ। মঙ্গলবার। ছবি: গেটি ইমেজেস
দুঃস্বপ্নের দৌড় শেষ হল অস্ট্রেলিয়ার। দক্ষিণ আফ্রিকায় ওয়ান ডে সিরিজে ০-৫ হার, ঘরের মাঠে ফাফ দু’প্লেসিদের বিরুদ্ধে টেস্টে ২-১ পরাজয় শেষে চ্যাপেল-হ্যাডলি ট্রফি জিতলেন স্টিভ স্মিথরা। নিউজিল্যান্ডকে দ্বিতীয় ওয়ান ডে-তে ১১৬ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ জিতে ফেলল অস্ট্রেলিয়া।
টস জিতে বিপক্ষকে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। অ্যারন ফিঞ্চকে (১৯) তাড়াতাড়ি ফিরিয়ে দিলেও আর এক ওপেনার ডেভিড ওয়ার্নার ঝোড়ো ব্যাটিং করে দেন। ১১৫ বলে তাঁর ১১৯ রানের সৌজন্যে ঘরের মাঠে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর তোলে অস্ট্রেলিয়া— ৩৭৮-৫। তাদের সর্বোচ্চ স্কোর পারথে, ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ৪১৭। সেই ম্যাচেও সর্বোচ্চ রান ওয়ার্নারের (১৭৮)। এ দিন রান পেয়েছেন স্মিথ (৭২), ট্র্যাভিস হেড (৫৭) এবং মিচেল মার্শও (৭৬ ন.আ.)। জবাবে দলকে টানছিলেন উইলিয়ামসন (৮১) এবং জেমস নিশাম (৭৪)। কিন্তু ৪৭.২ ওভারে ২৬২ অল আউট হয়ে যায় নিউজি ল্যান্ড। ৪ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স।
‘‘দুর্দান্ত উইকেট ছিল। উইকেট হাতে থাকলে শেষ দশ ওভারে ১০০ তোলা যায়। আগের দিন ভাল ব্যাট করিনি। তবে আজ প্রথম থেকেই সব ঠিকঠাক গেল,’’ বলছেন ম্যাচের সেরা ওয়ার্নার। চলতি বছরে এই নিয়ে ছ’টা সেঞ্চুরি করলেন তিনি। অস্ট্রেলিয়ায় যা রেকর্ড। এর আগে রিকি পন্টিং আর ম্যাথু হেডেন এক বছরে পাঁচটা করে সেঞ্চুরি করেছিলেন।