অ্যাশেজে অনিশ্চিত ওয়ার্নার। ছবি: রয়টার্স।
ঐতিহাসিক অ্যাশেজ এবং টেস্ট চ্যাম্পিয়ানশিপ শুরু হওয়ার আগেই বড়সড় ধাক্কা অজি শিবিরে। চোটের কারণে ১ অগস্ট থেকে শুরু হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দিন তিনেক আগেই অনিশ্চিত হয়ে পড়লেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার।
সোমবার এজবাস্টানের নেটে প্র্যাকটিশ চলাকালীন হঠাৎই অস্ট্রেলিয়ার মিডিয়াম পেসার মাইকেল নিসারের একটি বল এসে আছড়ে পড়ে ওয়ার্নারের বাঁ পায়ের উরুতে। এরপরেই তাঁকে মেডিকেল টিমের সাহায্য নিতে দেখা যায়। আঘাত পাওয়া জায়গায় বরফ ঘষতে দেখা যায় তাঁকে।
অ্যাশেজের বল গড়ানোর আগে নিজেকে ফিট করতে খুব বেশি সময় নেই ওয়ার্নারের হাতে। অজি অধিনায়ক টিম পেনের কপালের ভাঁজ আরও চওড়া হচ্ছে।
আরও পড়ুন: বিরাটের অধিনায়কত্ব নিয়ে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ালেন সুনীল গাওস্কর এবং সঞ্জয় মঞ্জরেকর
যদিও ওয়ার্নারের চোট কতটা গুরুতর সে ব্যপারে এখনও অজি টিম ম্যানেজমেন্ট কিছুই জানায়নি। ওয়ার্নার ছাড়া অ্যাশেজের দল সাজাতে হলে তা অস্ট্রেলিয়ার কাছে খুব একটা সুখকর হবে বলে মনে করছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: ৫৪ বলে গেলের বিধ্বংসী ১২২, চিন্তা বাড়াচ্ছে কোহালিদের