ম্যাঞ্চেস্টারে ইংরেজ সমর্থকদের ব্যঙ্গের শিকার ওয়ার্নার। ছবি- রয়টার্স
বিশ্বকাপ জুড়ে ইংরেজ ক্রিকেটভক্তদের উড়ে আসা কটাক্ষ হজম করতে হয়েছিল অজি তারকা ডেভিড ওয়ার্নারকে। অ্যাশেজেও সেই একই ছবি। ম্যাঞ্চেস্টারে অনুষ্ঠিত চতুর্থ টেস্টে ইংরেজ সমর্থকরা অস্ট্রেলিয়ার বাঁ হাতি ব্যাটসম্যানকে ‘প্রতারক’ বলে ব্যঙ্গ করেন।
ওয়ার্নারকে অবশ্য মেজাজ হারাতে দেখা যায়নি। ধেয়ে আসা কটাক্ষের মুখে শান্তই দেখায় তাঁকে। দুরন্ত ছন্দে রয়েছেন স্টিভ স্মিথ। দ্বিতীয় টেস্টে জোফ্রা আর্চারের বল আছড়ে পড়েছিল স্মিথের ঘাড়ে। তৃতীয় টেস্টে মাঠের বাইরে থাকতে হয় স্মিথকে। চতুর্থ টেস্টে স্মিথ নিজেকে নিয়ে গিয়েছেন আকাশছোঁয়া উচ্চতায়। স্মিথের সঙ্গে বল বিকৃতি কাণ্ডে নির্বাসিত হয়েছিলেন ডেভিড ওয়ার্নারও। প্রত্যাবর্তনের পরে স্মিথের ব্যাট কথা বলছে। ওয়ার্নার কিন্তু রান পাচ্ছেন না। মাঠের বাইরের ঘটনার জন্যই শিরোনাম হচ্ছেন ওয়ার্নার।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, মাঠে নামার সময়ে এক ভক্ত ওয়ার্নারকে প্রতারক বলছেন। এর জবাব শান্ত থেকেই দেন ওয়ার্নার। সেই ইংরেজ ভক্তের দিকে ঘুরে তাকিয়ে থাম্ব দেখান। অজি-তারকার কাছ থেকে উত্তর পাওয়ার পরে ইংরেজ-ভক্তরা উল্লাস শুরু করেন।
আরও পড়ুন: অর্জুন-তিলকের জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানকে হারাল ভারত