দার্জিলিংয়ে হবে ম্যারাথন।
শীতের দার্জিলিং মানেই চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা, ধোঁয়া ওঠা চায়ের কাপ আর কেভেন্টারসের নীচে বসা পাহাড়ি ছেলেটার বাজনার অদ্ভুত মিষ্টি সুর। সেই দার্জিলিংয়েই হতে চলেছে তিন দিনের একটি প্রচারমূলক প্রদর্শনী। ৮ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। দার্জিলিংয়ের চা, ভ্রমণ এবং ঐতিহ্যের দিকে নজর কাড়তেই এই উদ্যোগ নিয়েছে ইউনেস্কো।
এই অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তুলতে ১০ নভেম্বর একটি ম্যারাথনের আয়োজন করা হয়েছে। এই ম্যারাথনের আয়োজন করেছেন স্পোর্টস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং দার্জিলিং পুলিশ। দার্জিলিং-এর মে ফেয়ার হোটেলে এই অনুষ্ঠানের কথা জানিয়েছেন দার্জিলিং-এর এসপি এবং আয়োজক কমিটির চেয়ারম্যান অমরনাথ কে এবং সচিব প্রশান্ত সাহা। উপস্থিত ছিলেন ২০১৮ এশিয়ান গেমসে হেপ্টাথলনে সোনা জয়ী স্বপ্না বর্মণ এবং বিখ্যাত সুপার মডেল ও অভিনেত্রী রাচেল হোয়াইট। এই অনুষ্ঠানেই লোগো, জার্সি এবং ওয়েবসাইট উদ্বোধন করেন তাঁরা।