দানিশ কানেরিয়া—ফাইল চিত্র
ফের সরব পাকিস্তানের প্রাক্তন লেগস্পিনার দানিশ কানেরিয়া। এ বার তাঁর নিশানায় প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি। পাকিস্তানের হয়ে টেস্ট ক্রিকেটে প্রতিনিধিত্ব করা দ্বিতীয় হিন্দু ক্রিকেটার কানেরিয়ার তাঁর বিরুদ্ধে অভিযোগ, আফ্রিদি সব সময়েই তাঁর বিরোধিতা করার সঙ্গে ওয়ান ডে ক্রিকেট জীবনও শেষ করেছেন।
কানেরিয়া পাকিস্তানের হয়ে ৬১টি টেস্টে প্রতিনিধিত্ব করে ২৬১টি উইকেট নিয়েছেন। গড় ৩৪.৭৯। কিন্তু ২০০০-২০১০ এই দশ বছরে সুযোগ পেয়েছিলেন ১৮টি ওয়ান ডে ম্যাচে।
করাচি থেকে এ দিন সংবাদসংস্থাকে কানেরিয়া বলেন, ‘‘আফ্রিদি সব সময়েই আমার বিরোধিতা করেছে। আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচ ও ঘরোয়া ক্রিকেটেও। একজন যদি সব সময়েই আপনার বিরুদ্ধাচারণ করে যেতে থাকে, তা হলে, ধর্ম ছাড়া আর কোন বিষয় সামনে আসতে পারে?’’ যোগ করেন, ‘‘আফ্রিদি ছাড়া আমি মইন খান, রশিদ লতিফ, ইনজ়ামাম উল হক, ইউনিস খানের নেতৃত্বেও খেলেছি। শেষ দু’জন আমাকে সাহায্য করেছেন। তবে ইনজ়ি ভাই, আমার সম্পর্কে সাধারণের কাছে প্রশংসা করতেন না।’’
উল্লেখ্য, গত বছরেই কানেরিয়াকে সমর্থন করে প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার বলেছিলেন, ধর্মীয় কারণেই পাকিস্তান দলে অনেকে কানেরিয়ার সঙ্গে ভাল ভাবে ব্যবহার করতেন না। এ দিন কানেরিয়া বলেন, ‘‘আমি বেশি ওয়ান ডে ম্যাচ খেলতে পারিনি আফ্রিদির জন্য। যখন আমরা ঘরোয়া ক্রিকেটে এক দলে খেলতাম, তখন আফ্রিদি ছিল অধিনায়ক। ও আমাকে বেশির ভাগ ম্যাচেই দলের বাইরে রাখত। আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচেও তাই করেছে। অনেক সময়েই যার পিছনে কোনও কারণ খুঁজে পাইনি।’’ কানেরিয়া আরও বলেন, ‘‘আমার মতো আফ্রিদিও ছিল লেগস্পিনার। ওরা বলত, দু’জন স্পিনার এক দলে খেলার দরকার নেই।’’