World Chess Championship

সুযোগ পেয়েও জিততে পারলেন না গুকেশ, বিশ্ব দাবা প্রতিযোগিতায় টানা ছ’টি ম্যাচ ড্র

বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে টানা ছ’টি ম্যাচ ড্র হল। বৃহস্পতিবার নবম রাউন্ডের খেলা ছিল। সেখানে একটা সময় এগিয়ে ছিলেন ভারতের ডি গুকেশ। কিন্তু জিততে পারলেন না তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৯
Share:

দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে নবম রাউন্ডের ম্যাচে মুখোমুখি ভারতের ডি গুকেশ (বাঁ দিকে) ও চিনের ডিং লিরেন। ছবি: পিটিআই।

আরও একটা ড্র। আরও এক বার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ ভারতের ডি গুকেশ। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে টানা ছ’টি ম্যাচ ড্র হল। বৃহস্পতিবার নবম রাউন্ডের খেলা ছিল। সেখানে একটা সময় ডিং লিরেনের থেকে এগিয়ে ছিলেন গুকেশ। কিন্তু জিততে পারলেন না তিনি। শেষ পর্যন্ত ৫৪ চালের পর দুই প্রতিযোগী ড্রয়ের সিদ্ধান্ত নেন।

Advertisement

এই রাউন্ডে সাদা ঘুঁটি নিয়ে খেলছিলেন গুকেশ। তিনি কাতালান চাল দিয়ে খেলা শুরু করেন। দেখে বোঝা যাচ্ছিল, টানা পাঁচটি ড্রয়ের পর জয়ের লক্ষ্যে ঝাঁপাচ্ছেন তিনি। গুকেশের চালের ফলে শুরুতেই চাপে পড়ে যান লিরেন। প্রথম ১৫টি চালের পর ঘড়িতে ৫০ মিনিট পিছিয়ে পড়েন চিনা গ্র্যান্ডমাস্টার।

দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রতিটি খেলায় শুরুতে ১২০ মিনিটে দুই প্রতিযোগীকে ৪০টি চাল দিতে হয়। লিরেনকে শেষ ৩০ মিনিটে ২১টি চাল দিতে হত। সময়ের মধ্যে ৪০টি চাল শেষ করতে না পারলে হার মানতে হত তাঁকে। কিন্তু হাল ছাড়েননি বিশ্বচ্যাম্পিয়ন। তিনি কোনও রকমে নিজের ৪০টি চাল শেষ করেন। সেই সময় গুকেশ চেষ্টা করেছিলেন লিরেনকে চাপে রাখার। কিন্তু প্রয়োজনীয় অস্ত্র তাঁর কাছে ছিল না। ফলে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি তিনি।

Advertisement

৪০টি চালের পর আরও ৩০ মিনিট করে সময় পান লিরেন ও গুকেশ। কিন্তু খেলার যা পরিস্থিতি ছিল তা ড্রয়ের দিকে এগোচ্ছিল। শেষ পর্যন্ত ৫৪ চালের পর ড্র মেনে নেন তাঁরা। ন’টি ম্যাচের পর গুকেশ ও লিরেন দু’জনেরই পয়েন্ট ৪.৫।

শুক্রবার বিশ্রাম। শনিবার হবে দশম রাউন্ডের খেলা। তবে তার আগে কিছুটা হলেও চাপ বেশি থাকবে গুকেশের। কারণ, পরের দু’টি ম্যাচে লিরেন সাদা ঘুঁটি নিয়ে খেলবেন। ফলে খেলা শুরু করবেন তিনি। বিশ্ব প্রতিযোগিতায় ১৪টি ক্ল্যাসিকাল ম্যাচ হয়। যদি সেখানে দুই প্রতিযোগী ৭-৭ পয়েন্টে শেষ করেন তা হলে টাইব্রেকার শুরু হয়। গত ছ’টি ম্যাচ যে ভাবে হয়েছে তাতে টাইব্রেকারের জল্পনা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement