World Chess Championship

অষ্টম গেমও ড্র, গুকেশের বিরুদ্ধে সাদা ঘুঁটি নিয়েও সুবিধা করতে পারলেন না বিশ্বজয়ী দাবাড়ু লিরেন

দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপের অষ্টম গেমেও ফলাফল অধরা রইল। এই নিয়ে প্রতিযোগিতায় ছ’টি গেম ড্র হল গুকেশ এবং লিরেনের মধ্যে। বুধবার কালো ঘুঁটি নিয়ে খেলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ২০:৪৩
Share:

ডি গুকেশ। —ফাইল চিত্র।

দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের অষ্টম গেমেও পয়েন্ট ভাগাভাগি করে নিলেন চ্যাম্পিয়ন ডিং লিরেন এবং চ্যালেঞ্জার ডি গুকেশ। বুধবারের লড়াইয়ের পর দু’জনেরই পয়েন্ট ৪। এই ম্যাচেও লিরেনকে সময়ের চাপে ফেলে দিয়েছিলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার। তবে প্রয়োজনীয় জয় ছিনিয়ে নিতে পারেননি কালো ঘুঁটি নিয়ে খেলা গুকেশ।

Advertisement

অষ্টম গেমে ৪ ঘণ্টার বেশি সময় ধরে লড়াই হয়েছে দুই গ্র্যান্ডমাস্টারের। ৫১ চালের পর লড়াই শেষ হয় অমীমাংসিত ভাবে। গুকেশের বিরুদ্ধে চাল দিতে প্রায় প্রতি গেমেই প্রচুর সময় নিচ্ছেন লিরেন। এ দিনও তার ব্যতিক্রম হয়নি। গুকেশ ৪০তম চাল দেওয়ার পর লিরেনের হাতে সময় কমে যায় অনেকটা। সাদা ঘুটির সুবিধা নিয়ে শুরুতে আগ্রাসী ভাবে খেলতে শুরু করেছিলেন চিনের গ্র্যান্ডমাস্টার। কিন্তু গুকেশের কৌশলের সামনে গেমের মাঝামাঝি সময়েই রক্ষণাত্মক হতে বাধ্য হন তিনি। ৪৫ চালের পর তিনি ড্রয়ের প্রস্তাব দিলেও মানেননি গুকেশ। যদিও কয়েক চাল পর দু’জনেই গেম অমীমাংসিত রাখতে সম্মত হন। এই নিয়ে দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপের ছ’টি গেম শেষ হল অমীমাংসিত ভাবে। উল্লেখ্য, সপ্তম রাউন্ডে দুই দাবাড়ুর লড়াই গড়িয়েছিল ৭২ চাল পর্যন্ত।

অষ্টম গেম অমীমাংসিত ভাবে শেষ হওয়ার পর গুকেশ বলেছেন, ‘‘খারাপ অবস্থায় থাকলে হয়তো আগেই ড্রয়ের প্রস্তাব মেনে নিতাম। কিন্তু বোর্ডের পরিস্থিতি তেমন ছিল না। মনে হয়েছিল, আমার কিছু সুযোগ রয়েছে। লিরেনের রাজা কিছুটা সমস্যায় ছিল তখন। তাই আরও খেলা চালিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু শেষ দিকে আমার একটা চাল ভাল হয়নি। আরও কৌশলী হওয়া উচিত ছিল।’’

Advertisement

১৪ গেমের লড়াইয়ে যিনি ৭.৫ পয়েন্ট পাবেন, তিনি চ্যাম্পিয়ন হবেন। কেউ আগে ৭.৫ পয়েন্টে পৌঁছে গেলে, সেখানেই শেষ হয়ে যাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। ১৪ গেমের পর দু’জনের পয়েন্ট সমান হলে, টাইব্রেকের মাধ্যমে বিশ্বচ্যাম্পিয়ন নির্ধারিত হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement