Antonin Panenka

করোনা আক্রান্ত পেনাল্টি সম্রাট পানেনকা

১৯৭৬ সালের ইউরো ফাইনালের টাইব্রেকার তাঁকে অমরত্ব দিয়েছে বিশ্ব ফুটবলে।

Advertisement

সংবাদ সংস্থা

প্রাগ শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২০ ১৮:৫৩
Share:

এই শটই পানেনকাকে অমরত্ব দিয়েছে বিশ্বফুটবলে। ছবি-টুইটার থেকে।

পেনাল্টি স্পট থেকে গোললাইন, পৃথিবীর রহস্যময় সরণী। আর এই সরণীর সম্রাট আন্তোনিন পানেনকা। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাগের এক হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

Advertisement

১৯৭৬ সালের ইউরো ফাইনালের টাইব্রেকার তাঁকে অমরত্ব দিয়েছে বিশ্ব ফুটবলে। ফাইনালে তদানীন্তন পশ্চিম জার্মানির বিরুদ্ধে টাইব্রেকারে চেকোস্লোভাকিয়ার (এখনকার চেক প্রজাতন্ত্র) হয়ে শেষ শটটি নিয়েছিলেন পানেনকা। পেনাল্টি স্পট থেকে হালকা চিপে শেপ মায়ারকে ফাঁকি দিয়ে গোল করেছিলেন তিনি।

এর আগে এ ভাবে কাউকে পেনাল্টি মারতে দেখা যায়নি। পানেনকার শটেই সে বার ইউরোপসেরা হয়েছিল চেকোস্লোভাকিয়া। পরবর্তীকালে সেই অভিনব পেনাল্টি শটের নামই হয়ে গিয়েছিল ‘পানেনকা’। পরে অনেকেই পানেনকা শটে গোল করেছেন পেনাল্টি থেকে। ইদানীংকালে সের্জিও রামোসকেও এই শট নিতে দেখা গিয়েছে।

Advertisement

আরও পড়ুন: তিন বছর আগে ছিলেন চেন্নাইয়ের নেট বোলার, আবু ধাবিতে ধোনিকে ফিরিয়ে চর্চায় বরুণ

কেরিয়ারের বেশির ভাগটাই বোহেমিয়ানস প্রাহাতে কাটিয়েছেন পানেনকা। তারাই টুইট করে পানেনকার করোনা আক্রান্ত হওয়ার খবরটি জানিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement