ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফাইল চিত্র
দুই বছরের জন্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মঙ্গলবার মেডিক্যাল পরীক্ষার পর নিজের পুরনো ক্লাবে সই করেন পর্তুগিজ তারকা।
রোনাল্ডো সই করার পর বিবৃতি দেয় ম্যান ইউ। বিবৃতিতে বলা হয়েছে, ‘দু’বছরের জন্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করলেন রোনাল্ডো। এই চুক্তি পরে আরও এক বছর বাড়তে পারে।’
জুভেন্টাস থেকে কোন ক্লাবে যাবেন পর্তুগিজ তারকা তা নিয়ে জল্পনা চলছিল। তাঁকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী ছিল ম্যাঞ্চেস্টার সিটিও। তবে শেষ পর্যন্ত নিজের পুরনো ক্লাবেই ফিরে আসেন রোনাল্ডো।
ওল্ড ট্রাফোর্ডে ফিরে আসতে পেরে উচ্ছ্বসিত রোনাল্ডো। লাল জার্সি পরে ফের মাঠে নামতে মুখিয়ে রয়েছেন তিনি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে রোনাল্ডো বলেন, ‘‘ইউনাইটেডের হয়ে ওল্ড ট্রাফোর্ডে নামতে মুখিয়ে রয়েছি। আন্তর্জাতিক ম্যাচগুলো শেষ হলেই আমি ইউনাইটেডের হয়ে খেলতে নামব। আশা করব আমাদের মরসুম ভাল যাবে।’’
নেটমাধ্যমে সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়েছেন পর্তুগিজ তারকা। তিনি লিখেছেন, ‘‘যাঁরা আমাকে চেনেন, তাঁরা জানেন আমি সব সময়ই এই ক্লাবকে ভালবাসি। আমার সঙ্গে এই ক্লাবের সম্পর্কের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরতে পেরে আমার স্বপ্ন সার্থক হয়েছে।’’ অতীতের সাফল্যের কথা মনে করিয়ে রোনাল্ডো লিখেছেন, ‘আমার প্রথম ট্রফি জেতার স্বাদ দিয়েছে এই ক্লাব। প্রথম সোনার বুট, প্রথম চ্যাম্পিয়ন্স লিগ, জাতীয় দলে অভিষেক, প্রথম ব্যালেন ডি’অর সব কিছুই এই ক্লাবের হয়ে খেলে পাওয়া।’
অ্যালেক্স ফার্গুসনের ফোনেই ইউনাইটেডে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন রোনাল্ডো। শেষে তাঁর ফুটবল গুরু ফার্গুসনের উদ্দেশে তিনি লিখেছেন, ‘এটা আপনার জন্য সম্ভব হল।’