Cristiano Ronaldo

Cristiano Ronaldo: নেটমাধ্যমে রোনাল্ডোর লম্বা পোস্ট, দলবদল নিয়ে কী বললেন

নেটমাধ্যমে লম্বা পোস্ট এবং সেই সঙ্গে একটি ছবি। মুখে আঙুল দিয়ে চুপ করার নির্দেশ দিলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২১ ০৮:২৮
Share:

ছবি: ফেসবুক থেকে

লিয়োনেল মেসি বার্সেলোনা ছেড়ে পিএসজি-তে যোগ দিতেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দলবদল নিয়েও আলোচনা শুরু হয়ে যায়। কেউ বলেন ফের রিয়াল মাদ্রিদে ফিরবেন পর্তুগাল তারকা। অনেকে বলেন পিএসজি-তে মেসি, নেমারের পাশেই দেখা যাবে রোনাল্ডোকে। এমন নানা গুজব নিয়ে সরব হলেন রোনাল্ডো। নেটমাধ্যমে লম্বা পোস্ট এবং সেই সঙ্গে একটি ছবি। মুখে আঙুল দিয়ে চুপ করার নির্দেশ দিলেন তিনি।

কী লিখলেন রোনাল্ডো? দুটি আলাদা দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগজয়ী ফুটবলার লেখেন, ‘যাঁরা আমাকে চেনেন, তাঁরা জানেন যে আমি নিজের কাজে কতটা মনযোগী। আমার ধর্মই হচ্ছে কথা কম, কাজ বেশি। কেরিয়ারের শুরু থেকে আমি এটাই মেনে চলি। তবে বর্তমান সময় এত লেখালিখি এবং কথা হচ্ছে যে নিজের অবস্থান বোঝাতে বাধ্য হলাম।’

Advertisement

রোনাল্ডো লেখেন, ‘একজন মানুষ এবং খেলোয়াড় হিসেবে আমাকে অসম্মানের চেয়েও বড় হচ্ছে যে ভাবে একাধিক ক্লাবের সঙ্গে আমার নাম জড়াচ্ছে। এর ফলে সেই ক্লাবগুলোকেও অসম্মান করা হচ্ছে এবং সেই ক্লাবের খেলোয়াড়দেরও।’

রিয়াল মাদ্রিদের প্রাক্তন ফুটবলার লেখেন, ‘রিয়াল মাদ্রিদ অতীত। সেখানে যে গল্প লেখা হয়েছে তা ধরা রয়েছে শব্দে, ট্রফিতে, সংখ্যায়, শিরোনামে। তা লেখা আছে বার্নাবিউ স্টেডিয়ামের যাদুঘরে এবং ক্লাবের প্রতিটি ভক্তের মনে। আমি যা অর্জন করেছি তার বাইরে ওই ন’বছরে মনের মধ্যে ক্লাবের প্রতি গভীর শ্রদ্ধা এবং স্নেহের সম্পর্ক তৈরি হয়েছিল। যা আজও রয়েছে এবং থাকবে। রিয়াল মাদ্রিদ ভক্তদের মনে যেমন আমি থেকে যাব, তেমনই আমার মনেও তাঁরা থাকবেন।’

Advertisement

রোনাল্ডো লেখেন, ‘স্পেনে কিছু দিন আগে যা ঘটল তার পর আমার নাম জড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন ক্লাবের সঙ্গে। বিভিন্ন লিগের সঙ্গে। কিন্তু আসল সত্যিটা কী তা খুঁজে বার করার কোনও চেষ্টা করা হয়নি। নীরবতা ভাঙতে তাই বাধ্য হলাম। আমার নাম নিয়ে যা খুশি লেখা হতে পারে না। আমি আমার কেরিয়ার এবং কাজের প্রতি মনোনিবেশ করেছি। যে কোনও রকম পরীক্ষার জন্য আমি তৈরি। আর বাকি যা ঘটছে? সেগুলি কেবল কথা মাত্র।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement