Cristiano Ronaldo

দিবালার সঙ্গে উৎসব নিয়ে বিতর্কে রোনাল্ডো

রবিবার রাতে কী ঘটেছিল জুভেন্টাসের ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২০ ০৪:৫৭
Share:

চর্চায়: গোলের পরে দিবালার সঙ্গে রোনাল্ডোর সেই উৎসব। টুইটার

দুই অর্ধে জোড়া গোল করে সেরি আ-তে পারমার বিরুদ্ধে ২-১ জয় এনেছিলেন তিনি। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সেই কৃতিত্ব ছাপিয়ে গেল সতীর্থ পাওলো দিবালা-কে তাঁর অকস্মাৎ চুম্বনের ঘটনায়। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

Advertisement

রবিবার রাতে কী ঘটেছিল জুভেন্টাসের ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে? প্রথমার্ধ শেষ হওয়ার দু’মিনিট আগে রোনাল্ডোর গোলে এগিয়ে গিয়েছিল জুভেন্টাস। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলা শুরুর ১০ মিনিটের মধ্যেই গোল শোধ করে দেয় পারমা। কিন্তু তিন মিনিট পরেই ফের গোল করে জুভেন্টাসকে এগিয়ে দেন রোনাল্ডো। এর পরেই সোজা কর্নার ফ্ল্যাগের দিকে আর্জেন্টিনীয় সতীর্থ দিবালার গলা জড়িয়ে দৌড়োতে শুরু করেন সি আর সেভেন। তার পরে হঠাৎ দিবালার দিকে ঘুরে তাঁকে চুম্বন করে বসেন। সেই মুহূর্তের ভিডিয়ো ফুটেজ পলকের মধ্যে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডোর এই চুম্বন নিয়ে শুরু হয়েছে বিতর্কও।

এই জয়ের ফলে ২০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে সেরি আর-র শীর্ষেই রইল জুভেন্টাস।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement