Juventus

রেকর্ড ৪৫০ গোল, রক্ষাকর্তা রোনাল্ডো

ইউরোপের সেরা পাঁচটি লিগের বিচারে প্রথম ফুটবলার হিসেবে ৪৫০তম গোল করলেন রোনাল্ডো।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২০ ০৫:০৯
Share:

ত্রাতা: পেনাল্টি থেকে গোল করে সমতা ফিরিয়ে রোনাল্ডো। এএফপি

অপ্রতিরোধ্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরোপের সেরা পাঁচটি লিগের বিচারে প্রথম ফুটবলার হিসেবে ৪৫০তম গোল করলেন তিনি। ৪৪৫টি গোল করে দ্বিতীয় স্থানে লিয়োনেল মেসি।

Advertisement

রবিবার রাতে সেরি আ-তে রোমার বিরুদ্ধে ৩১ মিনিটেই পিছিয়ে পড়ে জুভেন্টাস। ঘরের মাঠে পেনাল্টি থেকে গোল করেন জঁ দঁ ভেরিতু। ৪৪ মিনিটে পেনাল্টি থেকেই সমতা ফেরান রোনাল্ডো। কিন্তু এক মিনিটের মধ্যেই ফের গোল করেন ভেরিতু। ৬২ মিনিটে লাল কার্ড (দ্বিতীয় হলুদ) দেখেন জুভেন্টাসের অ্যাদ্রিয়াঁ রাবিউ। ৬৯ মিনিটে ২-২ করেন রোনাল্ডো।

জয়ী এসি মিলান: ক্রোটনকে ২-০ হারিয়ে সেরি আ-তে যাত্রা শুরু করল এসি মিলান। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করেন ফ্র্যাঙ্ক কেসি। ৫০ মিনিটে ২-০ করেন ব্রাহিম দিয়াজ়।

Advertisement

শীর্ষে নাপোলি: জেনোয়াকে ঘরের মাঠে ৬-০ চূর্ণ করল নাপোলি। জোড়া গোল করেন হিরভিং লোজ়ানো। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি।

দুরন্ত ইকার্দি: নেমার, এমবাপেকে ছাপিয়ে প্যারিস সাঁ জারমাঁ-র জয়ের নায়ক মাউরো ইকার্দি। রবিবার রাতে ফরাসি লিগে রাঁস-এর বিরুদ্ধে ৯ ও ৬২ মিনিটে গোল করেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement