Cristiano Ronaldo

রোনাল্ডোর জুভেন্তাস ছাড়া কি সময়ের অপেক্ষা? নেটমাধ্যমে তাঁর পোস্ট ঘিরে জল্পনা

ইংল্যান্ড, স্পেন ও ইতালি তিন দেশেই লিগ জিতেছেন রোনাল্ডো।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০২১ ২০:৪২
Share:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টুইটার

জুভেন্তাসের জার্সি গায়ে পরের মরসুমে খেলা নিয়ে জল্পনা চলছিল অনেক দিন ধরেই। এবার পর্তুগিজ তারকার পোস্ট নিয়ে জল্পনা আরও বেড়ে গেল।

Advertisement

নেটমাধ্যমে সিআর সেভেন লেখেন, ‘এ বছর আমরা সিরি আ জিততে পারিনি। যোগ্য দল হিসেবে ইন্টার মিলান জিতেছে। ওদের অনেক অভিনন্দন। তবে ব্যক্তিগত ভাবে ও দলগত ভাবে আমরা অনেক নজির গড়েছি। ইতালিতে কোনও ট্রফি জেতাই মুখের কথা নয়। সেখানে ইতালিয়ান সুপার কাপ, ইতালিয়ান কাপ জিতেছি আমরা। লিগের সর্বোচ্চ গোলদাতাও হয়েছি আমি। যে দেশ বা দলের হয়ে আমি খেলেছি সেই দলেই আমি নিজের ছাপ রাখতে পেরেছি। সমর্থকদের আনন্দ দেওয়ার চেয়ে বড় কিছুই নয় আমার কাছে। যারা আমার সঙ্গে এতদিন দলে ছিল তাদের সকলকে ধন্যবাদ’।

ইংল্যান্ড, স্পেন ও ইতালি তিন দেশেই লিগ জিতেছেন রোনাল্ডো। লিগের সেরা ফুটবলারও হয়েছেন তিন লিগেই। তবে নেটমাধ্যমে এই পোস্টের পর আবার জল্পনা শুরু হল তাঁর জুভেন্তাস ছাড়া নিয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement