দুরন্ত: ম্যাচে নিজের প্রথম গোল করার পরে রোনাল্ডো। রয়টার্স
দেশের হয়ে ১৬১ নম্বর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে তাঁর মোট গোলসংখ্যা দাঁড়াল ৯৩। মঙ্গলবার পর্তুগালের জার্সিতে আরও একবার ঝলসে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
গতবারের ইউরো কাপ চ্যাম্পিয়ন, ফিফা র্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা পর্তুগালের প্রতিপক্ষ ছিল ১৩০ নম্বরে থাকা লিথুয়ানিয়া। ম্যাচের সাত মিনিটে দলের হয়ে প্রথম গোল রোনাল্ডোর। পরের তিন গোল যথাক্রমে ৬১, ৬৫ এবং ৭৬ মিনিটে। একাই চার গোল করেন জুভেন্তাস তারকা। দেশের হয়ে এই নিয়ে অষ্টম হ্যাটট্রিক। সামগ্রিক ভাবে ধরলে ৫৪টি হ্যাটট্রিক করলেন তিনি। ম্যাচের পরে রোনাল্ডোর মন্তব্য, ‘‘সার্বিয়ার বিরুদ্ধে একটা গোল করেছিলাম। এই ম্যাচে পেলাম চার গোল। এ ভাবেই প্রত্যেক ম্যাচে গোল করার ধারা বজায় রাখাই আমার প্রধান লক্ষ্য।’’ মঙ্গলবার ভিলনিয়াসের এলএফএফ স্টেডিয়ামে ম্যাচের মধ্যে রিয়াল মাদ্রিদের জার্সি পরে এক ভক্ত চলে আসেন তাঁর কাছে। হাঁটু মুড়ে নমস্কারের ভঙ্গিতে অভিনন্দন জানান। তাঁকে হতাশ করেননি রোনাল্ডো। তাঁর সঙ্গে নিজস্বী তুলে বুকে টেনে নেন।
এ দিকে, মঙ্গলবার ঘরের মাঠে ফ্রান্স ৩-০ গোলে হারিয়েছে অ্যান্ডোরাকে। গোলদাতা কোম্যান, ক্লেমঁ লঙ্গলে এবং ভিসাম বেন ইয়েদেহা। পেনাল্টি নষ্ট করলেন আঁতোয়ান গ্রিজম্যান। জিতেছে ইংল্যান্ডও। তারা ৫-৩ গোলে হারিয়েছে কসোভোকে। জোড়া গোল করেছেন জাডোন স্যাঞ্চো।