Virat Kohli

Virat Kohli: রোনাল্ডোর এক পোস্টেই আয় ১২ কোটি টাকা, কোহলীর কত জানেন?

ইনস্টাগ্রাম থেকে আয়ের হিসেবের তালিকায় প্রথম ২০ জনের মধ্যে এক মাত্র ভারতীয় হলেন বিরাট কোহলী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ জুলাই ২০২১ ১৩:৩৪
Share:

রোনাল্ডো এবং কোহলী।

বয়স যত বাড়ছে, ততই জনপ্রিয়তা বাড়ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরইনস্টাগ্রাম থেকে আয়ের হিসেব তেমনই ইঙ্গিত দিচ্ছে। ইনস্টাগ্রাম থেকে আয়ের হিসাবে সারা বিশ্বে শীর্ষে পর্তুগিজ ফুটবল তারকা। তাঁর প্রতি পোস্টের দর প্রায় ১২ কোটি টাকা।

Advertisement

ইনস্টাগ্রাম থেকে আয়ের হিসেবের তালিকায় প্রথম ২০ জনের মধ্যে এক মাত্র ভারতীয় হলেন বিরাট কোহলী। তিনি রয়েছেন ১৯ নম্বরে। ভারত অধিনায়কের প্রতি পোস্টের দাম প্রায় ৫ কোটি ১০ লক্ষ টাকা। প্রসঙ্গত, ভারতীয় বোর্ডের চুক্তি অনুযায়ী বোর্ডের থেকে কোহলীর বার্ষিক আয় ৭ কোটি টাকা।

রোনাল্ডোর থেকে বেশ কিছুটা পিছনে লিয়োনেল মেসি। তালিকায় তিনি রয়েছেন সপ্তম স্থানে। ইনস্টাগ্রামে তাঁর প্রতি পোস্টের দাম প্রায় ৮ কোটি ৭০ লক্ষ টাকা।

Advertisement

রোনাল্ডোর থেকে বেশ কিছুটা পিছনে লিয়োনেল মেসি।

১৬ নম্বরে রয়েছেন নেমার। ব্রাজিলের তারকা ফুটবলারের আয় প্রায় ৬ কোটি ২০ লক্ষ টাকা।

প্রথম ২০ জনের মধ্যে নাম রয়েছে প্রাক্তন ডব্লিউডব্লিউই তারকা ডোয়েন জনসনও। তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। হলিউডে অভিনয় করছেন জনসন। তাঁর প্রতি পোস্টের দাম প্রায় ১১ কোটি ৪০ লক্ষ টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement