ছবি: সংগৃহীত
সারা দেশ জুড়ে পালিত হচ্ছে খুশির ইদ। গত এক মাস রোজা রাখার পর মুসলিমদের পবিত্র এই অনুষ্ঠানে মেতে উঠেছে গোটা দেশ। গরীব থেকে ধনী সকলেই ইদের দিনে বর্ণময়। গোটা দেশের মতো ইদের আনন্দে মেতে উঠেছেন জাতীয় দলের প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটার অনেকেই।
আরও পড়ুন: ভুল জার্সি পরে ব্যাটিং, টুইটারে বিদ্ধ যুবরাজ
ইদের দিন দেশের মানুষদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেন ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর। এ দিন টুইটে সচিন লেখেন, “সকলকে ইদের শুভেচ্ছা। সুখ ও শান্তিতে কাটুক সারা জীবন।”
! (_)
(_)
বীরেন্দ্র সহবাগ নিজের টুইটার হ্যান্ডলে লেখেন, “সবাই ভাল মত ইদ-উল-ফিতর কাটান। সকলে সুখে-শান্তিতে থাকুন।”
সকল বিতর্ককে বাইরে রেখে শুভেচ্ছা জানান প্রাক্তন ভারতীয় কোচ তথা কিংবদন্তি লেগ স্পিনার অনিল কুম্বলে। তিনি লেখেন, “সকলকে ইদের শুভেচ্ছা।”
!
অন্য দিকে, ইদের সকালে বড় ভাই ইউসুফ ও বাবাকে নিয়ে দেশের সবার জন্য ভিডিও বার্তা দেন ইরফান।
মহম্মদ কাইফ টুইটারে লেখেন, “প্রত্যেকে ভাল থাকুন। সবাই ভাল হয়ে উঠুন”। চেতেশ্বর পুজারা বলেন, “সবাই আনন্দে ইদ পালন করুন।” টুইটে দেশবাসিকে শুভেচ্ছা জানিয়ে আরও এক প্রাক্তনি ভিভিএস লক্ষণ লেখেন, “সবাইকে ইদের অভিনন্দন। বিশেষ দিনটি সকলের জীবনে আনন্দ নিয়ে আসুক।”