Yvzvendra Chahal

বিয়ে সেরে ফেললেন ‘ছাত্র’ যুজবেন্দ্র চহাল, পাত্রী ‘শিক্ষিকা’ ধনশ্রী বর্মা

গত অগস্টে দুজনের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন চহাল। ধনশ্রীর সঙ্গে তাঁর রোকা অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তখন চহাল লিখেছিলেন, ‘‘আমরা ‘হ্যাঁ’ বললাম।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২০ ২২:১৫
Share:

—ছবি ইনস্টাগ্রাম।

সাত পাকে বাঁধা পড়লেন যুজবেন্দ্র চহাল ও ধনশ্রী বর্মা। মঙ্গলবার গুরুগ্রামে ভারতীয় দলের ক্রিকেটার চহাল ও কোরিয়োগ্রাফার ধনশ্রীর বিয়ের অনুষ্ঠান হয়।

Advertisement

কর্মা লেক রিসর্টে বিয়ের অনুষ্ঠান শেষ হতেই চহাল তাঁর ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন। ধনশ্রী পরেছিলেন মেরুন লেহঙ্গা। চহাল সেজেছিলেন আইভরি শেরওয়ানি ও মেরুন পাগড়িতে।

গত অগস্টে দুজনের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন চহাল। ধনশ্রীর সঙ্গে তাঁর রোকা অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তখন চহাল লিখেছিলেন, ‘‘আমরা ‘হ্যাঁ’ বললাম।

Advertisement

আরও খবর: গুরপ্রীতের বিরুদ্ধে গোল করতে পারাই মোটিভেশন, জানালেন উইলিয়ামস

আরও খবর: রাহানেদের পেপ টক দিয়ে দেশের পথে কোহালি

ছবি ইনস্টাগ্রাম

ধনশ্রী জানিয়েছিলেন, ‘‘আমাদের ছাত্র-শিক্ষিকার সম্পর্ক। গত এপ্রিলের ঘটনা। ইউটিউবে আমার নাচের ভিডিয়ো দেখে আমার সঙ্গে যোগাযোগ করে যুজি। লকডাউনে বেশ কিছু নতুন জিনিস শিখবে বলে ঠিক করে। তার মধ্যে নাচও ছিল। তারপর আমার কাছে ওর ক্লাস শুরু হয়। তারপর আমাদের ঘনিষ্ঠতা বাড়ে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement