IPL

Yash Dhull: নিলামে দিল্লিই কেন যশকে কিনল? কারণ খোলসা করলেন তাঁর বাবা

দিল্লির হয়ে আইপিএল খেলার সময় ছেলের অভিজ্ঞতা অনেক বাড়বে বলে জানিয়েছেন বিজয়। তিনি বলেন, ‘‘আইপিএল-এ সাজঘরে অনেক বড় মানের দেশি-বিদেশি ক্রিকেটারের সঙ্গে সময় কাটানো যায়। তাদের সঙ্গে খেলা যায়। ফলে তাতে যশের মতো তরুণ ক্রিকেটারদের অভিজ্ঞতা বাড়ে। এতে পরবর্তীতে ওদের অনেক বেশি সুবিধা হয়।’’  

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ মার্চ ২০২২ ১৮:২৪
Share:

আইপিএল-এর নিলামে যশ ঢুলকে কিনেছে দিল্লি ক্যাপিটালস। ফাইল চিত্র

ভারত অধিনায়ক হিসেবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার কয়েক দিন পরেই আইপিএল-এর নিলামে যশ ঢুলকে কিনেছে দিল্লি ক্যাপিটালস। নিলামে তাঁকে নিয়ে দর কষাকষি হয় দিল্লি ও পঞ্জাব কিংসের মাঝে। শেষ পর্যন্ত ৫০ লক্ষ টাকায় তাঁকে কেনে দিল্লি। নিলামে যে তাঁকে দিল্লি কিনতে পারে সে বিষয়ে অনেক বেশি আশাবাদী ছিলেন যশের বাবা বিজয় ঢুল। তার কারণও ব্যাখ্যা করলেন তিনি।

Advertisement

নিলাম প্রসঙ্গে বিজয় বলেন, ‘‘নিলামে কাকে কোন দল কিনবে তা আগে থেকে নিশ্চিত থাকে না। সেটা আমাদের হাতেও থাকে না। কিন্তু গত সাত বছর ধরে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত যশ। দ্বারকাতে দিল্লির অ্যাকাডেমিতে ও অনুশীলন করে। তাই আমরা আশা করেছিলাম দিল্লি ওকে কিনবে।’’

নিজের রাজ্য দলের হয়ে আইপিএল খেললে তরুণ ক্রিকেটাররা অনেক ভাল পারফর্ম করেন বলে মনে করছেন বিজয়। তিনি বলেন, ‘‘যখন কোনও দলে স্থানীয় ছেলে খেলে তখন সে চেষ্টা করে নিজের সেরাটা দেওয়ার। কারণ সেখানে একটা আবেগ কাজ করে। তরুণ ক্রিকেটারদের কাছে ঘরোয়া পরিবেশ অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়। দিল্লি ওকে কিনেছে বলে যশ খুব খুশি।’’

Advertisement

দিল্লির হয়ে আইপিএল খেলার সময় ছেলের অভিজ্ঞতা অনেক বাড়বে বলে জানিয়েছেন বিজয়। তিনি বলেন, ‘‘আইপিএল-এ সাজঘরে অনেক বড় মানের দেশি-বিদেশি ক্রিকেটারের সঙ্গে সময় কাটানো যায়। তাদের সঙ্গে খেলা যায়। ফলে তাতে যশের মতো তরুণ ক্রিকেটারদের অভিজ্ঞতা বাড়ে। এতে পরবর্তীতে ওদের অনেক বেশি সুবিধা হয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement