Bangladesh Cricket

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা থেকে এক ধাপ দূরে বাংলাদেশ, সহেলির হাত ধরে শেষ চারে

রবিবার প্রথম ম্যাচে বাংলাদেশের মহিলারা ১৪ রানে হারায় আয়ারল্যান্ডকে। সোমবার স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ শেষ চারে পৌঁছে গিয়েছে। সেমিফাইনালে জিতলেই তারা মূল পর্বে চলে যাবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২ ১২:৩৭
Share:

বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। ফাইল ছবি

পরের বছর মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকায় এই প্রতিযোগিতায় খেলার দিকে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। সোমবার তারা স্কটল্যান্ডকে ৬ উইকেটে উড়িয়ে দিল।

শাকিব আল হাসানরা সরাসরি এ বছর পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেলেও নিগার সুলতানাদের যোগ্যতা অর্জন পর্বে খেলতে হচ্ছে। রবিবার প্রথম ম্যাচে বাংলাদেশের মহিলারা ১৪ রানে হারায় আয়ারল্যান্ডকে। সোমবার স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ শেষ চারে পৌঁছে গিয়েছে। সেমিফাইনালে জিতলেই তারা মূল পর্বে চলে যাবে।

Advertisement

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে মোট আটটি দল খেলছে। দু’টি গ্রুপে মোট চারটি করে দল রয়েছে। প্রতি গ্রুপ থেকে দু’টি করে দল শেষ চারে উঠবে। সেমিফাইনালে বিজয়ী দুই দলই মূল পর্বে যাবে। বাংলাদেশের দুই ম্যাচে চার পয়েন্ট। এই গ্রুপে স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের দুই ম্যাচে দুই পয়েন্ট। আমেরিকা দু’টি ম্যাচ খেলে একটিও জিততে পারেনি।

সোমবার বাংলাদেশকে জেতান সহেলি আখতার। এই অফস্পিনার চার ওভার বল করে মাত্র সাত রান দিয়ে চার উইকেট তুলে নেন। এর মধ্যে তিনটি বোল্ড আউট। বোঝাই যাচ্ছে তাঁর বল সামলাতে পারেননি স্কটল্যান্ডের ব্যাটাররা। তিন বল বাকি থাকতে ৭৭ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। বাঁহাতি স্পিনার নাহিদা আখতার ২ উইকেট নেন।

Advertisement

রান তাড়া করতে নেমে সাত ওভার বাকি থাকতে জিতে যায় বাংলাদেশের মহিলা দল। অধিনায়ক নিগার সুলতানা ৩৪ রান করেন। এ ছাড়া মুর্শিদা খাতুন ১৫ রান এবং রুমনা আহমেদ ১১ রান করেন। সহেলিই ম্যাচের সেরা।

বাংলাদেশের এর পরের ম্যাচ আমেরিকার বিরুদ্ধে বুধবার। তাদের সেমিফাইনাল ম্যাচ ২৩ সেপ্টেম্বর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement