টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলেন নরিস। ছবি: পিটিআই
উইমেন্স প্রিমিয়ার লিগে আইসিসি-র অ্যাসোসিয়েট দেশগুলির একমাত্র প্রতিনিধি তারা নরিস। আমেরিকার বাঁহাতি পেসার প্রথম ম্যাচেই নজর কেড়ে নিলেন। পাঁচ উইকেট তুলে নিলেন তিনি। নরিসের দাপটেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতল দিল্লি ক্যাপিটালস।
রবিবার নরিস তুলে নেন এলিস পেরি, দিশা কসট, রিচা ঘোষ, হেথার নাইট এবং কণিকা আহুজার উইকেট। ২৪ বছরের তরুণ বাঁহাতি পেসারের দাপটে বেঙ্গালুরুর মিডল অর্ডার ভেঙে পড়ে। মেয়েদের আইপিএলে প্রথম বোলার হিসাবে পাঁচ উইকেট নিয়ে প্রতিযোগিতার ইতিহাসে নিজের নামটা লিখে রাখলেন নরিস।
আমেরিকায় জন্ম হলেও নরিস জীবনের শুরুর দিকটা কাটান স্পেনে। আট বছর বয়সে তিনি ইংল্যান্ডে যান। সেখানেই তাঁর পড়াশোনা এবং ক্রিকেট শেখার শুরু। ইংল্যান্ডে সাসেক্স, বার্মি আর্মির মতো দলে খেলেন নরিস। সাদার্ন ভাইপার্সের হয়েও খেলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে নরিসের অভিষেক হয় ২০২১ সালে। আমেরিকার হয়ে পাঁচটি ম্যাচ খেলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলেন নরিস। প্রথম ম্যাচ খেলেছিলেন ব্রাজিলের বিরুদ্ধে।
ক্রিকেটের বাইরে নরিস ঘুরতে পছন্দ করেন। সুযোগ পেলেই পাহাড়, সমুদ্রে ঘুরে বেড়ান। ক্রিকেট ছাড়াও নরিসের আরও একটি পরিচয় রয়েছে। তিনি পুষ্টিবিদ। সেই নিয়েই তাঁর পড়াশোনা।
ছেলেদের ক্রিকেটে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা আমেরিকায়। সেখানে ক্রিকেট নিয়ে উৎসাহ বাড়ছে। বিভিন্ন দেশের ক্রিকেটাররা আমেরিকায় গিয়ে ক্রিকেট খেলছেন। এর মধ্যে আমেরিকার এক মেয়ে উইমেন্স প্রিমিয়ার লিগে সুযোগ পেয়ে নজর কেড়ে নিলেন।