ICC World Test Championship

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এ বারও খেলবে ভারত? সুযোগ রয়েছে কতটা?

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারান প্যাট কামিন্সরা। তিন টেস্টের সিরিজ় ইতিমধ্যেই জিতে নিয়েছেন তাঁরা। মেলবোর্নে ইনিংস এবং ১৮২ রানে জিতেছে অস্ট্রেলিয়া।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৩ ১৬:৪৮
Share:

এ বছর আবার টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা বাড়ছে ভারতের। —ফাইল চিত্র

প্রথম বার টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলেছিল ভারত। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে হেরে গিয়েছিল বিরাট কোহলির দল। এ বছর আবার ফাইনালে ওঠার সম্ভাবনা বাড়ছে ভারতের। প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়া।

Advertisement

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারান প্যাট কামিন্সরা। তিন টেস্টের সিরিজ় ইতিমধ্যেই জিতে নিয়েছেন তাঁরা। মেলবোর্নে ইনিংস এবং ১৮২ রানে জিতেছে অস্ট্রেলিয়া। তারা পয়েন্ট তালিকায় শীর্ষে। ৭৮.৫৭ শতাংশ পয়েন্ট রয়েছে অস্ট্রেলিয়ার। তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিশ্চিত। অন্য কোনও দলের পক্ষে তাদের টপকে যাওয়া অসম্ভব। এখনও পাঁচটি টেস্ট বাকি রয়েছে তাদের। এর মধ্যে ঘরের মাঠে অস্ট্রেলিয়া খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ভারতের বিরুদ্ধে চারটি টেস্ট বাকি রয়েছে অস্ট্রেলিয়ার।

পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে ভারত। দক্ষিণ আফ্রিকা একের পর এক ম্যাচ হেরে নীচে নেমে গিয়েছে। দ্বিতীয় স্থান থেকে নেমে গিয়েছে তারা চতুর্থ স্থানে। ৫০ শতাংশ পয়েন্ট রয়েছে তাদের। আর মাত্র তিনটি ম্যাচ বাকি রয়েছে দক্ষিণ আফ্রিকার। এর মধ্যে একটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাকি দু’টি ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে। ভারত ঘরের মাঠে চারটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ৫৮.৯৩ শতাংশ পয়েন্ট রয়েছে ভারতের।

Advertisement

বাংলাদেশের বিরুদ্ধে জিতে ফাইনালে যাওয়ার রাস্তা সহজ করে ফেলেছে ভারত। তিন নম্বরে থাকা শ্রীলঙ্কার ৫৩.৩৩ শতাংশ পয়েন্ট থাকলেও তাদের বাকি রয়েছে মাত্র দু’টি টেস্ট। সে দু’টি সিরিজ় খেলতে হবে নিউ জ়িল্যান্ডের মাঠে গিয়ে। ভারতের ফাইনালে যাওয়ার রাস্তা আরও সহজ হয়ে যায় ঘরের মাঠে পাকিস্তান একের পর এক টেস্ট হারায়। ইংল্যান্ডের বিরুদ্ধে হারে পাকিস্তান। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ড্র করে তারা। এর ফলে তাদের পক্ষে আর ফাইনালে যাওয়ার রাস্তা খোলা সম্ভব নয়। ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলেই ফাইনালে পৌঁছে যাবে ভারত। এই দুই দলের মধ্যেই ফাইনাল হওয়ার সম্ভাবনা বেশি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement