Harmanpreet Kaur

তাগিদ ছিল না বলেই আউট হয়েছিল হরমনপ্রীত! ভারত অধিনায়ককে খোঁচা অজি ক্রিকেটারের

সেমিফাইনালে হরমনপ্রীত কৌরের রান আউট হওয়াটাই ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত বলে মনে করছেন অনেকে। তারই প্রতিবাদ করেই হরমনকে কটাক্ষ করলেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৫৬
Share:

হরমনপ্রীতকে নিশানা করলেন হিলি। ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নিয়েছে ভারত। সেমিফাইনালে হরমনপ্রীত কৌরের রান আউট হওয়াই ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত বলে মনে করছেন অনেকে। হরমনপ্রীত নিজেও সে কথা বলেছেন। পাশাপাশি জানিয়েছেন, এতটা দুর্ভাগ্য আগে কখনও হয়নি। সেই কথার প্রতিবাদ করেই হরমনকে কটাক্ষ করলেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি। জানালেন, আর ভাগ্যের দোষ দেওয়া উচিত নয় হরমনের।

Advertisement

অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমে হিলি বলেছেন, “আমার বেশ মজা লাগছে শুনে। ম্যাচের পর বেলিন্ডা ক্লার্ক আমাকে মেসেজ করে বলেছিল, উইকেটের বেল ফেলে দিয়ে ঠিক কাজ করেছি। আসলে, অন্যান্য ম্যাচে যখন দেখি ব্যাটার ক্রিজে ঢুকে গিয়েছে তখন আর বেল ফেলি না। আমার কাছে সেটা সময়ের অপচয় মনে হয়। কারণ মাটিতে পড়ে থাকা বেল সেই আমাকেই তুলে উইকেটে সাজাতে হয়। হরমনের ক্ষেত্রে আমি বল ফেলে দিয়েছিলাম হঠাৎ করেই। মনে হয়েছিল ও আউট। সেটা আম্পায়ারকে বলেও দিই।”

এর পরেই হরমনকে উদ্দেশ্য করে বলেছেন, “ম্যাচের পর শুনলাম হরমন বলেছে ও ভাবে আউট হওয়াটা দুর্ভাগ্যজনক। তবে ক্রিজে পৌঁছে গেলে নিশ্চয়ই ওকে আউট দেওয়া হত না। আর একটু চেষ্টা করলেই ক্রিজে পৌঁছে যেতে পারত।”

Advertisement

প্রসঙ্গত, হরমনের রান আউট নিয়ে এক হাত নিয়ে প্রাক্তন ক্রিকেটার ডায়ানা এডুলজিও। বলেছেন, “অনেকে বলছেন ওর ব্যাট পিচে আটকে গিয়েছে। কিন্তু খেয়াল করলে দেখবেন, দ্বিতীয় রান নেওয়ার সময় ওকে দেখে মনে হচ্ছিল জগিং করতে এসেছে। যখন জানে ওর উইকেট এতটা গুরুত্বপূর্ণ, তা হলে এত হেলেদুলে দৌড়নোর মানে কী? জিততে গেলে পেশাদার ক্রিকেট খেলতে হবে। অস্ট্রেলিয়ার এলিস পেরিকে দেখুন তো। ঝাঁপিয়ে পড়ে কী রকম দুটো রান বাঁচাল।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement