—প্রতীকী চিত্র।
খেলা হচ্ছিল সিডনি সিক্সার্স এবং হোবার্ট হারিকেনসের। মেয়েদের বিগ ব্যাশ লিগের সেই ম্যাচেই দেখা গেল অদ্ভুত ‘নো বল’। বোলার হেথার গ্রাহাম এমন বল করলেন যা, ব্যাটার তো দূর, উইকেটরক্ষকও নাগাল পেলেন না।
সিডনির রান তাড়া করার সময় নবম ওভারে হোবার্টের গ্রাহাম নো বলটি করেন। সেই সময় ব্যাট করছিলেন এরিন বার্নস। গ্রাহামের করা বল পিচে কোনও ড্রপ না খেয়ে সোজা তাঁর মাথার উপর দিয়ে চলে যায়। উইকেটরক্ষকও সে বলের নাগাল পাননি। বল তাঁর মাথার উপর দিয়ে গিয়ে পড়ে অনেকটা দূরে। গ্রাহামের হাত ফসকে বার হয়ে গিয়েছিল বলটি। আম্পায়ার নো বলের সিদ্ধান্ত জানান। একটি রানও নিয়ে নেন এরিন এবং নন স্ট্রাইকার অ্যাশলে গার্ডনার।
ওই ওভারে গ্রাহাম নো বল করলেও ৬ রানের বেশি দেননি। নিজের চার ওভারে ১৮ রানের বেশি দেননি। তিনটি উইকেটও নেন তিনি। অদ্ভুত নো বল করলেও তিনি ছিলেন দলের অন্যতম সেরা বোলার।
গ্রাহাম শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও রান করেন। ২৮ বলে ৩৬ রান করেন তিনি। তবে দলকে জেতাতে পারেননি। হোবার্ট তিন উইকেটে ম্যাচ জিতে নেয়। ১৪০ রানের লক্ষ্য দিয়েছিল সিডনি। শেষ বলে সেই রানের লক্ষ্যে পৌঁছে যায় হোবার্ট।