Royal Challengers Bengaluru

নিলামের পর অস্ট্রেলিয়া থেকে বার্তা পাঠিয়েছিলেন বিরাট, বেঙ্গালুরুর অধিনায়ক কি তিনিই?

বিরাট কি বেঙ্গালুরুর অধিনায়ক? দলের ডিরেক্টর অফ ক্রিকেট মো বাবাট জানালেন এখনও নেতৃত্ব নিয়ে কোনও ভাবনাচিন্তা করেননি তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১৮:১৩
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

আইপিএলের নিলামের পর অস্ট্রেলিয়া থেকে বিরাট কোহলির বার্তা পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তিনিই কি অধিনায়ক? দলের ডিরেক্টর অফ ক্রিকেট মো বাবাট জানালেন এখনও নেতৃত্ব নিয়ে কোনও ভাবনাচিন্তা করেননি তাঁরা।

Advertisement

রবি এবং সোমবার ছিল আইপিএলের নিলাম। সেখানে গত বারের অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিকে নেওয়ার চেষ্টা করেনি আরসিবি। আরটিএম করার সুযোগ থাকলেও তা ব্যবহার করা হয়নি। ২ কোটি টাকা দিয়ে দিল্লি ক্যাপিটালস নিয়েছে ডুপ্লেসিকে। বাবাট বলেন, “প্রথম দিনের নিলামের পর বিরাট মেসেজ করেছিল। বিভিন্ন ক্রিকেটার নিয়ে ওর বক্তব্য ছিল। দল গোছানোর পরিকল্পনার ক্ষেত্রে বিরাট বড় ভূমিকা নেয়। ওকে অধিনায়ক করা হবে কি না, তা নিয়ে পরে ভাবব। তবে আমরা এখন জানি দলে কারা আছে। সেই অনুযায়ী পরিকল্পনা করতে পারব।”

বেঙ্গালুরুর সবচেয়ে দামি ক্রিকেটার বিরাট। ২১ কোটি টাকা দিয়ে তাঁকে রেখে দিয়েছিল আরসিবি। ১১ কোটি টাকা দিয়ে রেখে দিয়েছিল রজত পাটীদারকেও। বেঙ্গালুরুর দলে ১০ কোটির উপরে দাম পেয়েছেন জস হেজ়লউড (১২ কোটি ৫০ লক্ষ টাকা), ফিল সল্ট (১১ কোটি ৫০ লক্ষ টাকা), জীতেশ শর্মা (১১ কোটি টাকা) এবং ভুবনেশ্বর কুমার (১০ কোটি ৭৫ লক্ষ টাকা)। কোন ক্রিকেটারকে অধিনায়ক হিসাবে বেছে নেবে তা এখনও বলেনি আরসিবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement