লোকেশ রাহুল। —ফাইল চিত্র।
দীনেশ কার্তিক অবসর নেওয়ার পর উইকেটরক্ষকের খোঁজে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের নজর লোকেশ রাহুলের দিকে? শোনা যাচ্ছে, নিলামের আগে লখনউ সুপার জায়ান্টস ছেড়ে দেবে তাঁকে। তাই রাহুলের দিকে নজর বেঙ্গালুরুর। তবে নিলামের আগে তাঁকে নেওয়া যাবে কি না তা স্পষ্ট নয়।
বৃহস্পতিবার আইপিএলের সব দলকে জানিয়ে দিতে হবে কোন কোন ক্রিকেটারকে নিলামের আগে তারা ধরে রাখবে। লখনউয়ের অধিনায়ক ছিলেন রাহুল। কিন্তু তাঁকে নিয়ে খুশি নয় দল। মেন্টর জাহির খান দলে যোগ দিয়েছেন। তিনিও রাহুলকে দলে রাখার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন না বলে শোনা যাচ্ছে। এমন অবস্থায় রাহুলকে ছেড়ে দিলে তাঁকে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে বেঙ্গালুরু। কার্তিক অবসর নেওয়ায় তাদের উইকেটরক্ষক প্রয়োজন। রাহুলের আইপিএল অভিষেক হয়েছিল বেঙ্গালুরুর হয়ে। সেই দলেই ফিরতে পারেন তিনি।
রাহুলের বেঙ্গালুরুতে ফেরার জল্পনা উস্কে দিয়েছে একটি ভিডিয়ো পোস্ট। সেখানে রাহুলকে দেখা গিয়েছে। ওই ভিডিয়োটিতে তিনিই একমাত্র ক্রিকেটার যিনি, আরসিবি-র নন। হঠাৎ এমন একটি পোস্টের পরেই রাহুলের বেঙ্গালুরু দলে ফেরার জল্পনা বেড়ে গিয়েছে। যদিও নিলামের আগে তাঁকে নেওয়া যাবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে নিলামে রাহুলকে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে বেঙ্গালুরু। রাহুল দলে এলে একই সঙ্গে উইকেটরক্ষকের সঙ্গে এক জন ওপেনারকে পাবে দল। ফ্যাফ ডু’প্লেসির জায়গা নিতে পারেন তিনি। সেই সঙ্গে দলকে নেতৃত্বও দিতে পারেন। তবে বিরাট কোহলি আবার অধিনায়ক হিসাবে ফিরতে পারেন বলেও শোনা যাচ্ছে।
বেঙ্গালুরু নিলামের আগে ধরে রাখতে পারে বিরাট, রজত পাটীদার এবং মহম্মদ সিরাজকে। বিদেশিদের মধ্যে ফ্যাফ ডু’প্লেসি, উইল জ্যাকস এবং গ্লেন ম্যাক্সওয়েলের মধ্যে কাউকে ধরে রাখতে পারে তারা।