রোহিত শর্মা। —ফাইল চিত্র।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে অন্য চিন্তায় আইসিসি। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু প্রতিযোগিতা। তার আগে প্রস্তুতি ম্যাচে ভারতের সামনে কারা? উঠে আসছে বাংলাদেশের নাম। তেমনটা হলে দু’দল পর পর দু’বার নিজেদের মধ্যে খেলবে। আর যদি বাংলাদেশ রাজি না হয়, তা হলে প্রতিযোগিতার বাইরের একটি দলের বিরুদ্ধে খেলতে হবে ভারতকে।
পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হলেও ভারত সে দেশে খেলবে না। রোহিত শর্মাদের সব খেলা হবে দুবাইয়ে। ফলে তাঁদের প্রস্তুতি ম্যাচও সেখানে হবে। প্রতিযোগিতার বাকি ছ’টি দল তাদের প্রথম ম্যাচ পাকিস্তানে খেলবে। ফলে প্রস্তুতি ম্যাচ খেলতে দুবাই যেতে চাইছে না তারা। গ্রুপ পর্বে ভারতের প্রথম ম্যাচ ২০ জানুয়ারি। প্রতিপক্ষ বাংলাদেশ। সেটি তাদেরও প্রথম ম্যাচ। ফলে বাংলাদেশও ওই সময় দুবাইয়েই থাকবে। সেই কারণে তাদের বিরুদ্ধে ভারতের প্রস্তুতি ম্যাচ দেওয়া হতে পারে বলে একটি সংবাদপত্র জানিয়েছে।
তবে সে ক্ষেত্রে একটি সমস্যা রয়েছে। দু’দল গ্রুপ পর্বে প্রথম ম্যাচ খেলবে। তার আগে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হলে একে অপরের পরিকল্পনা ধরে ফেলার সম্ভাবনা রয়েছে। তাই বাংলাদেশ রাজি না-ও হতে পারে। ভারতও আপত্তি জানাতে পারে। তেমনটা হলে আইসিসির সামনে একটি রাস্তাই বাকি থাকবে। প্রতিযোগিতার বাইরে থাকা কোনও দলের সঙ্গে ভারতের প্রস্তুতি ম্যাচ রাখা। সে ক্ষেত্রে উঠে আসছে সংযুক্ত আরব আমিরশাহির নাম। তাদের মাটিতেই ভারত খেলবে। সুতরাং সেখানে তাদের সহজেই পাওয়া যাবে।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে বার বার ভারতের জন্য সমস্যায় পড়েছে আইসিসি। ভারতের আপত্তিতেই প্রতিযোগিতার সূচি ঘোষণা হতে দেরি হয়েছে। হাইব্রিড মডেল-এ প্রতিযোগিতা আয়োজন করতে হয়েছে। তার পর অধিনায়কদের ফোটোসেশন ও সাংবাদিক বৈঠক নিয়েও জটিলতা হয়েছে। সেটি কোন দেশে হবে তা নিয়ে তরজা তলছে। আয়োজক দেশ হিসাবে পাকিস্তানের দাবি, সেখানেই হবে সেই অনুষ্ঠান। কিন্তু ভারত রোহিতকে যেতে দিতে নারাজ। এই পরিস্থিতিতে অনুষ্ঠানও কি দুবাইয়ে যাবে, না রোহিতকে ছাড়াই তা হবে তা নিয়ে কোনও সিদ্ধান্ত এখনও হয়নি। তার মাঝেই এ বার প্রস্তুতি ম্যাচে ভারতের প্রতিপক্ষ বাছতে নাজেহাল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।